খেলা
Trending

বিতর্কের মাঝেও এমবাপের প্রশংসা পিএসজি সভাপতির…

PSG president praises Mbappe despite controversy

The Truth Of Bengal: জুন মাসের পর এমবাপে পিএসজিতে থাকবেন না দল বদলাবেন এখনো স্পষ্ট নয়। এর মাঝেই এ বিষয়ে পিএসজি সভাপতি আল খেলাইফি বলেছেন এমবাপের জন্য সেরা ক্লাব পিএসজি। বিশ্বের সেরা অনুশীলন সেন্টার পিএসজি, সেই পিএসজিতেই রয়েছে এমবাপে।

আগামী জুনে এমবাপের চুক্তি শেষ হচ্ছে পিএসজির সঙ্গে। তারপর নতুন ক্লাব নাকি পিএসজিতেই থাকবেন এমবাপে  সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি।  এর মাঝেই এ বিষয়ে পিএসজি সভাপতি আল খেলাইফি বলেছেন এমবাপের জন্য সেরা ক্লাব পিএসজি। আরো বলেছেন বিশ্বের সেরা অনুশীলন সেন্টার পিএসজি, সেই পিএসজিতেই রয়েছে এমবাপে ।  সেই এমবাপে বিশ্বের সেরা কোচকেও পাচ্ছেন । লুইস এনরিকের মতো কোচকে পাচ্ছেন বলে দাবি করেছেন ।  তবে এমবাপের দল বদলের খবর গত মরসুমে যেমন ছড়িয়েছিল এ মরসুমেও ছড়িয়েছে। গত বছর রিয়াল মাদ্রিদ এমবাপেকে নেওয়ার চেষ্টা করেছিল বলে গুঞ্জন ছড়িয়ে ছিল ।

ক্লাবে নানা রকম সমস্যা সত্ত্বেও তিনি মানিয়ে নিয়ে ছিলেন দলের সঙ্গে । তবে এবার কি তিনি দলের সঙ্গে থাকবেন কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলেননি এমবাপে। মেসি নেইমার আগেই ক্লাব ছেড়েছে। তাদের সঙ্গেও পিএসজির তরফ থেকে দুর্ব্যবহার যেমন করা হয়েছিল তেমনি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। এমবাপের সঙ্গেও তাই করা হয়েছিল।তবুও তিনি থেকেই গেছেন পি এস জির  সঙ্গে। জুনের পর কী করবেন তা এখনো স্পষ্ট নয়। কিছু দিন আগেই এমবাপে বলেছিলেন , পিএসজি তে থাকাকালীন মেসি পিএসজিতে  পর্যাপ্ত সম্মান পাননি সে কথা যদিও মেসি নিজেই  আগে স্পষ্ট করেছেন।  তার এই বিষ্ফোরক মন্তব্যএর পর সভাপতি চাইছেন এমবাপেকে  দলে রাখতে । সেকারণেই এই মন্তব্য  করেছেন বলে দাবী বিশেষজ্ঞ মহলের ।

Free Access

Related Articles