খেলা

প্যারিস অলিম্পিকের আগে প্রতিযোগীদের মনোবল বাড়াতে ‘পেপটক’ প্রধানমন্ত্রীর

Prime Minister's 'Pep Talk' to boost contestants' morale ahead of Paris Olympics

The Truth Of Bengal :  ভারতীয় প্রতিযোগিরা যাতে অলিম্পিকের মতো আসরে নিজেদের ছাপ রাখতে পারে সেই জন্য মোদি দেখা করলেন প্রতিযোগিদের সঙ্গে। দিলেন পেপটক। ভারত থেকে এবার ১২০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন অলিম্পিকে। প্রযোগিতা শুরু হচ্ছে২৬ জুলাই থেকে। চলবে ১১ আগস্ট পর্যন্ত।

অলিম্পিক আসন্ন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত আয়োজিত হবে এই প্রতিযোগিতা । এদিকে প্রস্তুতি তুঙ্গে ভারতে । কারণ প্যারিস অলিম্পিকে প্রায় ১২০ জনের দল পাঠাচ্ছে ভারত। তার আগে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। কথাও বলেন তাদের সঙ্গে । সেই কথোপকথনের ভিডিও সামনে এসেছে । অলিম্পিকে যাওয়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে গিয়ে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার সঙ্গেও কথা বলেন। খেলোয়াড়দের উত্সাহিত করেন মোদি।

নীরজের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন , আমি নিশ্চিত যে এবারও তুমি ভারতের গৌরব ধরে রাখবে। তিনি আরও বলেন, আমি এমন অনেক খেলোয়াড়কে চিনি যারা কখনো পরিস্থিতিকে দোষারোপ করেন না। তারা কঠোর পরিশ্রম করে সুনাম অর্জন করে। অলিম্পিকও শেখার জন্য একটি বিশাল ক্ষেত্র এবং অনেক খেলোয়াড় শেখার জন্য খেলে। এই কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদি খেলো ইন্ডিয়া নিয়ে খেলোয়াড়দের সাথে কথাও বলেছেন।মোদী জিজ্ঞাসা করলেন খেলো ইন্ডিয়া থেকে বেরিয়ে এসে আপনাদের মধ্যে কতজন খেলোয়াড় হয়েছেন ? প্রধানমন্ত্রীর এই প্রশ্নে হাত তুলেছেন অনেক খেলোয়াড়। একই সময়ে শ্যুটার মনু ভাকর বলেছেন যে খেলো ইন্ডিয়া থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। আমি 2018 সালে জাতীয় শুটিংয়ে সোনা জিতেছি। খেলো ইন্ডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। এটা আমার দ্বিতীয় অলিম্পিক।

 

Related Articles