খেলা

আইপিএলের নিলামের প্রস্তুতি শুরু

Ipl

The Truth of Bengal: আইপিএল টুর্নামেন্ট শুরু হতে এখনো দেরী থাকলেও সামনে রয়েছে আইপিএল নিলাম। সেই নিলাম কে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। আপাতত নিলাম দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট দিনে দিনে অর্জন করেছে জনপ্রিয়তা। উনিশে ডিসেম্বর দুবাই রয়েছে এই নিলাম। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফ থেকে এই নিলাম  করার জন্য দুবাই চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতির ছবি ভিডিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফ থেকে এক্সে পোস্ট করা হয়েছে যেখানে দুবাই প্রবেশ করার ছবি প্রকাশ্যে এসেছে । বিশেষ বিশেষ জায়গার ছবিও দেখা যাচ্ছে সেই ভিডিওতে । যেখানে বুর্জ খালিফার এক টুকরো ছবি দেখা যাচ্ছে। সর্বোপরি এই মরু শহরে আইপিএলের ট্রফি রয়েছে ।

বিশেষভাবে এই ট্রফি কে হাইলাইট করা হয়েছে। বিশ্বকাপের সময় থেকেই আইপিএল এর নানা রকম কথাবার্তা হতে শুরু হয়েছিল। বিশ্বকাপের পর থেকেই আইপিএল নিয়ে মাতামাতি শুরু হয়েছে বেশ ভালো রকম ভাবেই। এদিকে এগিয়ে এসেছে  আইপিএলের নিলামের দিন। ১৯ সে ডিসেম্বর দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসতে  চলেছে আইপিএলের নিলাম। বিভিন্ন ফ্রাঞ্চাইজের দলগুলোও সেখানে পৌঁছতে শুরু করেছে। এই নিলাম দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। ভারতীয় সময় দুপুর আড়াইটেই এই নিলাম হতে চলেছে। এবার দুবাইতে হচ্ছে আইপিএলের নিলাম। ইতিহাসে প্রথমবার বিদেশের মাটিতে হচ্ছে আইপিএলের নিলাম।

বিদেশে আইপিএল খেলা হলেও নিলাম হয়নি। যেটা এবার করতে চলেছে। এবার এই নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নামবে গুজরাট টাইটান্স। গুজরাটের কাছে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা। এবার টুর্নামেন্ট টাও বিদেশি হবার সম্ভাবনা রয়েছে যেহেতু ২০২৪ এ ভারতে রয়েছে নির্বাচন। আইপিএলের ম্যাচ ২০২৪এর  মার্চের তৃতীয় সপ্তাহ থেকে মে মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।  তবে নিলাম ঘিরে উত্তেজনার পারদ চলছে দর্শকদের মধ্যে তারা অপেক্ষায় রয়েছে ১৯ তারিখ দুপুর ২:৩০ এর জন্য। আইপিএলের নিলামের তাপ বাড়ানোর জন্য যে ভিডিও পোষ্ট করা হয়েছে  , সেখানে  লেখা হয়েছে সব সেট রয়েছে এবং স্বাগত জানানো হয়েছে সকলকে।

Related Articles