খেলা

ব্লিটজ দাবায় ব্রোঞ্জ জয় প্রজ্ঞার দিদি বৈশালির

Pragya's sister Vaishali wins bronze in blitz chess

Truth of Bengal: নিউ ইয়র্কে অনুষ্ঠিত ব্লিটজ দাবায় ব্রোঞ্জ জয় করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দাবাড়ু বৈশালি রমেশবাবুকে। শেষ চারের লড়াইয়ে বৈশালিকে পরাজিত করেন চিনের দাবাড়ু জো ওয়েনজুন। খেলার ফল ০.৫-২.৫।

প্রসঙ্গত এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বী জু জিনারকে পরাজিত করেছিলেন বৈশালি। কিন্তু সেমিফাইনালে আর শেষ রক্ষা করতে পারলেন না তিনি। চিনেরই প্রতিদ্বন্দ্বীর কাছে হার মানতে হল তাঁকে।

যদিও বৈশালির জয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন জাতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। সোশ্যাল মিডিয়ায় আনন্দ লেখেন, ‘ব্লিটজ দাবায় ব্রোঞ্জ জয় করার জন্য আমার তরফ থেকে বৈশালিকে অভিনন্দন জানাই। গোটা টুর্নামেন্ট জুড়েই  তোমার পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। তুমি আমাদের অ্যাকাডেমি ওয়াকার মান উজ্জ্বল করলে।’

পাশাপাশি আনন্দ আরও লেখেন, ‘আমরা আরও আনন্দিত হয়েছি এই কারণে ২০২১ সালে আমরা প্রথম ভেবেছিলাম শক্তিশালী দাবাড়ু তৈরি করবো। আর ২০২৪ সালে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হাম্পি ও ব্রোঞ্জজয়ী বৈশালির মতো দাবাড়ু উপহার দিতে পেরেছি। এটা আমাদের কাছে যথেষ্ট গর্বের বিষয়।

Related Articles