মুম্বই এলেন প্রবীর, লোনে প্রবীর দাসকে দলে নিল মুম্বই সিটি এফসি
Prabir comes to Mumbai, Prabir Das on loan Mumbai City FC

Truth Of Bengal : চলতি বছরে আইএসএল চলার মাঝেই কেরল ব্লাস্টার্স থেকে লোনে প্রবীর দাসকে দলে নিল মুম্বই সিটি এফসি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কেরলের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, প্রবীর দাস এর আগে আইএসএলে অ্যটলেটিকোর কলকাতার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তারপর এটিকে ছেড়ে বেঙ্গালুরু এফসির হয়েও খেলেছেন তিনি। ২০২৩-২৪ মরসুমে প্রবীর বেঙ্গালুরু ছেড়ে কেরল ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন। এছাড়া বাঙালি এই সাইড ব্যাক সবুজ-মেরুন জার্সি গায়েও খেলেছেন। ফেডারেশন কাপ ও আই লিগ জিতেছিলেন মোহনবাগানের হয়েই। পাশাপাশি বেঙ্গালুরুর জার্সিতে জিতেছিলেন ডুরান্ড কাপ।
কেরলে যোগ দিয়ে এই বাঙালি উইং ব্যাক নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। তারপরই তাঁকে লোনে মুম্বই সিটি দলে নিল। চলতি আইএসএলে মুম্বই এবং কেরল খুব একটা ভাল পজিশনে নেই। মুম্বই সাত নম্বরে এবং কেরল ১০ নম্বরে রয়েছে। এখন দেখা যাক প্রবীরকে দলে নিয়ে মুম্বই কতটা ভাল ফল করতে পারে।