ঘরের মাঠে লজ্জার ড্র পেপের দল ম্যান সিটির
Pep's team suffers embarrassing draw at home for Man City

Truth of Bengal: এভাবেও পয়েন্ট নষ্ট করা যায়। যা চোখে না দেখলে অতি বড় ম্যাঞ্চেস্টার সিটির সমালোচকও বিশ্বাস করবেন না। কিন্তু গত মঙ্গলবার ঘরের মাঠে এমন কাজই করে দেখাল পেপ গুয়ার্দিওলার দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইত্তিহাদ স্টেডিয়ামে আর্লিং হালান্ডরা মুখোমুখি হয়েছিলেন নেদারল্যান্ডের ক্লাব ফেইনুর্ডের।
ম্যাচের ৭৫ মিনিট অবধি একটা বা দুটো গোলে নয়, তিন-তিনটি গোলের ব্যবধানে এগিয়ে ছিল ম্যান সিটি। এরপরই ঘটল সেই আশ্চর্যকর ঘটনা। ম্যান সিটির জাল কাঁপিয়ে তিন তিনটি গোল শোধ দিয়ে নিশ্চিত হারা ম্যাচ থেকে এক পয়েন্ট ঘরে তুলে নিল ডাচ ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম ম্যান সিটিই একমাত্র দল যাঁরা ৭৫ মিনিট অবধি তিন গোলের ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় হাতছাড়া করল।
এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে টানা পাঁচ ম্যাচে জয় অধরা ছিল ব্রিটিশ ক্লাবটির। প্রথমার্ধের অন্তিম লগ্নে এসে ম্যান সিটির প্রথম গোল করেন নরওয়েন স্ট্রাইকার আর্লিং হালান্ড। বিরতি থেকে মাঠে এসে সিটির হয়ে ব্যবধান বাড়ান অভিজ্ঞ গুন্ডুয়ান। এরপর ৫৩ মিনিটে আবার সিটিকে এগিয়ে দেন সেই হালান্ড।
এরপরই ম্যাচের অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন ডাচ ক্লাবটির ফুটবলাররা। ৭৪ মিনিটে মৌসার গোলে প্রথম ব্যবধান কমানা তারা। এরপর ৮২ মিনিটে আবার ফেইনুর্ডের হয়ে গোল করেন সান্তিয়াগো গিমিনেজ। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ডেভিড হানকো আবার গোল করে ম্যাচে সমতায় ফেরান ডাচ ক্লাবটিকে।
এদিকে যে দলটা গত অক্টোবর অবধি ঠিকভাবেই চলছিল, তারপর নভেম্বর থেকেই ম্যাঞ্চস্টার সিটি যেন হারিয়ে যেতে থাকল ক্রমশ। বর্তমানে পেপের দল টানা ৬টি ম্যাচ থেকে নূন্যতম দুটি করে গোল হজম করছে। অথচ কিনা ইতিহাস দেখলে বোঝা দায় যে, এই দলটাই প্রিমিয়ার লিগে টানা চারবার খেতাব জয় করেছে। পাশাপাশি ইউরোপের ফুটবল মাত্রচিত্রে দাপুটে খেলেছে গত দু বছর ধরে।
এমন তথ্য যদি কারও বিশ্বাস না হয়, তাহলে উদাহরণ হিসেবে বলা যেতেই পারে দ্য গ্রেট ট্রেইন রবাবির বছর, যে বছর ব্রিটিশ ক্লাব টটেনহ্যাম তাঁদের ইতিহাসে একমাত্র ইউরোপিয়ান কাপ ইউনার্স খেতাব জয় করেছিল এবং সে বছরই প্রিমিয়ার লিগ থেকে নেমে গিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি।ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিটির কোচ পেপ গুয়ার্দিওলা জানান, আমার জানা নেই, দলের সমস্যটা মানসিক কি না! প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় গোলটি কোনওভাবেই হতে পারে না। এরপর আমরা ভাল করার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারিনি।ম্যাচ শেষে ম্যাঞ্চেস্টার সিটি রইল পয়েন্ট টেবিলের ১৫ নম্বর স্থানে। ৬ ম্যাচে হালান্ডদের সংগ্রহ ৮ পয়েন্ট।