খেলা

বাবরদের প্রতি কড়া মনোভাব পিসিবির

PCB has a strict attitude towards Babar

The Truth Of Bengal: পিসিবির অন্দরে কি কোন্দল মিটবে না ! একের পর এক ম্যাচ হেরে কার্যত ধুকছে পাক ক্রিকেট টিম। আর এর মাঝেই বাবর আজমদেরকে যেন লাগাম পরানোর চেষ্টা করা হচ্ছে । ক্রিকেটারদের আপাতত বিদেশের লিগ গুলোতে খেলতে যাওয়ার অনুমতিও দিচ্ছে না পিসিবি।
আসলে দলের ব্যর্থতায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত বছর ভারতের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে বাবরদের হেরে যাওয়ার পর থেকে পরিবর্তন হয়েই চলেছে ক্রিকেট বোর্ডের অন্তরে। হাজারো পরিবর্তন হলেও সমাধান অধরা। ম্যাচে জয় লাভ অধরা। কি হবে বাবর আজমদের ভবিষ্যৎ সেই প্রশ্ন কখনো কখনো উঠে যাচ্ছে।
আগামী ২৫ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত কানাডায় খেলার কথা ছিল বাবর দের । সেখানে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার কথা ছিল । জুলাই এর শেষে ও আগস্টের শুরু তে কোনো আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার নেই বাবর দের । তবুও বা ক্রিকেট বোর্ড বাবর আজমদেরকে খেলতে দিতে চায়না। পিসিবি কর্তারা এক্ষেত্রে একটু ছাড়ও দিয়েছে , তারা জানাচ্ছে কোন কোন খেলোয়াড় যদি খেলতে চাই বেশি সেক্ষেত্রে তাদের ফিটনেস পরীক্ষা করা হবে। উত্তীর্ণ হলে তবেই মিলবে ছাড়পত্র। সব মিলিয়ে বেশ চাপে রয়েছে গোটা দল ।

 

Related Articles