
Truth Of Bengal: ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরই ঋষভ পন্থকে দলে নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস। তারপর থেকে দীর্ঘ বছর ধরে রাজধানীর দলটির হয়েই খেলতে দেখা গিয়েছিল পন্থকে। কিন্তু এবার পরিস্থিতি বদল হয়েছে। তবে এর আগে পন্থ আইপিএল-র নিলামে অংশ নিলেও তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন।
ঋষভের কাছে নিলামের এই অভিজ্ঞতা তাঁর নতুন বলেই পন্থ নিজের দাম জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে পন্থ লেখেন, আমার নাম যদি ‘নিলামে যদি আমার নাম ওঠে, আমি কি বিক্রি হব, হলে কত মূল্যে?’
আসন্ন আইপিএল-এ পন্থকে কোন দল নিতে চায়, সেটিও কৌতুহল বশত জানতে চেয়েছেন পন্থ। তবে তিনি যে আসন্ন আইপিএল-র আসরে বিক্রি হবেন, এটা প্রায় নিশ্চিত। নিলামের আগেই তাঁকে ঘিরে ফ্র্যাঞ্চাইজি দলের চাহিদা দেখেই পন্থকে ইতিমধ্যেই মার্কি খেলোয়াড়ের তালিকায় রাখা হয়েছে।
তবে দীর্ঘ ৮ বছর পর কেন পন্থ বনাম দিল্লির ইতি ঘটতে চলেছে, এই প্রশ্নটা এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে, আইপিএল-র আসরে দেড়শ স্ট্রাইক রেটকে যথেষ্ট বলে মনে করা হয়। কিন্তু পন্থ সেই স্ট্রাইক রেটকে ছাড়াতে না পারার কারণেই দিল্লির সঙ্গে সম্পর্কের ইতি টানতে চলেছেন।