আরশাদ নাদিমের একটি পদকেই মেডেল তালিকায় ভারতের উপরে পাকিস্তান
Pakistan tops India in medal list for Arshad Nadeem

The Truth Of Bengal: আরশাদ নাদিম ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে পাকিস্তানের হয়ে প্রথম পদক জিতেছিলেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে আরশাদ নাদিম নীরজ চোপড়াকে পরাজিত করেন। পাকিস্তান ১৯৪৮ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছে। কিন্তু ১৯৯২ সালের অলিম্পিকের পর থেকে কোনো পদক পায়নি পাকিস্তান, এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন আরশাদ নাদিম। এই স্বর্ণপদক নিয়ে ভারতের পদক তালিকায় বড় ধাক্কা দিয়েছেন আরশাদ।
প্যারিস অলিম্পিকে ভারত এখনও পর্যন্ত ৫টি পদক জিতেছে, যার মধ্যে ১টি রুপোর এবং ৪টি ব্রোঞ্জ পদক রয়েছে৷ এবার ভারত একটিও সোনা জিততে পারেনি। একই সঙ্গে পাকিস্তানের খাতায় এখন পর্যন্ত মাত্র ১টি স্বর্ণপদক এসেছে। কিন্তু অলিম্পিকে পদক তালিকার র্যাঙ্কিং নির্ধারিত হয় স্বর্ণপদকের ভিত্তিতে। তার মানে যার বেশি স্বর্ণপদক রয়েছে সে পদক তালিকায় শীর্ষে, এরপর রুপো এবং তারপর ব্রোঞ্জ পদক দেখা হয়।
এমন পরিস্থিতিতে প্যারিস অলিম্পিকের পদক তালিকায় পাকিস্তান একটি স্বর্ণপদক নিয়ে ৫৩তম স্থানে চলে এসেছে। একই সঙ্গে ভারত ৫টি পদক নিয়ে ৬৪ নম্বরে রয়েছে। ভারতের এখন সোনা জয়ের আশা খুব কম। প্যারিস অলিম্পিকে ভারত স্বর্ণপদক না পেলে পদক তালিকায় ভারতের চেয়ে এগিয়ে থাকবে পাকিস্তান। ১৯৮৪ সালের পর এই প্রথম পাকিস্তান স্বর্ণপদক জিতেছে। প্যারিস অলিম্পিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পদক জিতেছে আমেরিকা। তিনি ১০৩টি পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে। আমেরিকা এখন পর্যন্ত ৩০টি স্বর্ণ, ৩৮টি রুপো এবং ৩৫টি ব্রোঞ্জ পদক জিতেছে। ৭৩টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। চীন জিতেছে ২৯টি স্বর্ণ, ২৫টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ পদক। অন্যদিকে ৪৫টি পদক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি পদক
1) আমেরিকা- ১০৩টি পদক (৩০টি স্বর্ণ, ৩৮টি রুপো এবং ৩৫টি ব্রোঞ্জ)
2) চীন- ৭৩ (২৯ স্বর্ণ, ২৫ রুপো এবং ১৯ ব্রোঞ্জ)
3) অস্ট্রেলিয়া – ৪৫ (১৮ স্বর্ণ, ১৪ রুপো এবং ১৩ ব্রোঞ্জ)
53) পাকিস্তান – ১টি স্বর্ণপদক
64) ভারত – ৫টি পদক (১টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ)