খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হার পাকিস্তানের

Pakistan loses second T20 against New Zealand

Truth Of Bengal: না এবারও হল না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হারের মুখ দেখল পাক ক্রিকেট দল। ওভালের ইউনিভার্সিটি  মাঠে নিউজল্যান্ড জয় তুলে নিল পাঁচ উইকেটের বিনিময়ে।

প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি পাকিস্তান, ঠিক তেমনই মঙ্গলবারও তেমনটাই ঘটল। তবে এ দ্বিতীয় ম্যাচে আরও আগেই অর্থ্যাৎ মাত্র ১৫ ওভারেই অলআউট হয়ে গেল ভারতের প্রতিবেশী দেশটি। আগের ম্যাচের মতো এই ম্যাচেও প্রথমে ব্যাট করে পাকিস্তান। তাদের দুই ওপেনারের মধ্যে হারিস ১১ রান করলেও শুন্য রানেই সাজঘরে হাসান নওয়াজ। অধিনায়ক সলমান আগা দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন।

এরপর পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সাদাব খান। তাঁর সংগ্রহ ২৬ রান। কিন্তু মিডল অর্ডারের বাকি পাক ব্যাটাররা আর কেউই সেইভাবে কিউয়ি বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। তবে শেষ পর্যায়ে এসে পেসার শাহিন শাহ আফ্রিদি ঝড়ো ইনিংস খেলে দলকে টেনে তোলার চেষ্টা করলেও বাকিরা কেউই তাঁকে সহযোগিতা করতে পারলেন না। শাহিনের ব্যাট থেকে এল ১৪ বলে ২২ বলে। এমনকি অপরাজিতও থাকলেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সিফার্ট ও ফিন আলেন শুরুটা দুরন্ত করেন। সিফার্ট ৪৫ ও অ্যালেন ৩৮ রান করেন। তাঁরা দুজনে প্যাভেলিয়নে ফিরলেও নিউজিল্যান্ডের জয় আটকায়নি। মিচেল হে ২১ রান করে এপর দলের জয় নিশ্চিত করে দেন। চাপম্যান, ড্যারি মিচেলরা এই ম্যাচে একেবারেই ব্যর্থ হলেন।

কিউয়ি বোলারদের মধ্যে দুটি করে উইকেট ঝুলিতে পোড়েন জ্যাকব ড্যাফি, বেন সিয়ার্স, জেমস নাসিম এবং সোধি। অপর দিকে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন হ্যারিস রউফ। একটি করে উইকেট ঝুলিতে পোড়েন মহম্মদ আলি, খুশদিল শাহ এবং জাহাদ খান। এই ম্যাচে কোনও উইকেট না পেয়েই সন্তুষ্ট থাকতে হয় পেসার শাহিন-শাহ আফ্রিদিকে।

Related Articles