খেলা

পাক বধ ভারতের, বিশ্বজয় প্রাক্তন তারকাদের

Pakistan killed India, world victory former stars

The Truth Of Bengal : ভারত পাকিস্তান ম্যাচ মানেই দেশবাসীর আলাদা উত্তেজনা, উন্মাদনা। এবার ও ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্থানের। এবার্ ও হারল পাকিস্তান।  লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের  ফাইনালে ভারত  পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে  ট্রফি জিতে নিল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান চ্যাম্পিয়নরা তাদের  ২০ ওভারে  ৬  উইকেটে  ১৫৬ রান করে।

পাকিস্তানের হয়ে  এদিন সর্বোচ্চ রান করলেন শোয়েব মালিক। ৩৬ বলে ৪১‌ রানের তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা । এরপর পাকিস্তানের ইউনিস খান ৭ রান করেই আউট হন ।  মিসবা উল হক ১৮, ইয়ামি‌ন ৭ রান করে আউট হলেন। শেষে তানভির ১৯ এবং আফ্রিদি যদিও  ৭ রানে অপরাজিত থাকেন। ‌ ভারতের হয়ে এদিন উইকেট শিকার করেন অনুরীত সিং ,  বিনয় কুমার , নেগি, ইরফান পাঠান  । এদিন রবিন উথাপ্পা ১০ রান করেন ।   সুরেশ রায়না ৪ রানে আউট হন।
আম্বাতি রায়াডু অর্ধশতরান করেন ।  ৩০ বলে ৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি । তার এই ইনিংসে ছিল  ৫টি চার এবং ২টি ছক্কা ।  এদিন  গুরকীরত সিং ৩৩ বলে ৩৪ রান করেন । তারপরে আউট হন গুরকীরত ।

অপরদিকে ভারতের ইউসুফ পাঠান ৩০ রান করেন , যুবরাজ ১৫ রান ,  ইরফান পাঠান ৫ রান করেন ।  শেষ পর্যন্ত    ৫ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়‌ন হল ভারত।

Related Articles