খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি চলার মাঝেই কান্না পাক ক্রিকেটারের, সান্ত্বনা দিলেন সতীর্থ

Pak cricketer breaks down in tears during Champions Trophy, teammate consoles him

Truth Of Bengal: চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। অথচ আয়োজক দেশ হলে কি হবে, এই টুর্নামেন্টের শুরুটা একেবারেই ভাল হয়নি পাকিস্তানের। ম্যাচে হারের পাশাপাশি, চোটের কারণে ছিটকে গেলেন দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফকর জামান। যা পাক দলের কাছে বিরাট একটা ধাক্কা। এরপর ড্রেসিংরুমে এসে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পাক ব্যাটারকে।

মাঠে ফিল্ডিং করার সময়ই ফকরের পেশিতে টান লাগে। সেই সময় কিছুক্ষণের জন্য মাঠের বাইরে থাকলেও, পরে আবার দলের স্বার্থে মাঠে ফিরে গিয়েছিলেন। কিন্তু ব্যাটিংয়ের সময় ওপেন করতে পারেননি ফকর। নিজের পছন্দের জায়গা ছেড়ে নেমেছিলেন চার নম্বরে। তবে বেশিক্ষণ স্থায়ীও হতে পারেননি ক্রিজে। আউট হয়ে ফিরেই সাজঘরে চোখের জল ফেলেছিলেন ফকর। তখন সতীর্থের এমন অবস্থা দেখে ছুটে এসে তাঁকে সান্ত্বনা দিতে আসতে দেখা যায় শাহিন শাহ আফ্রিদিকে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফকর নিজেই বুঝতে পেরেছিলেন চোটের কারণে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে যেতে হবে তাঁকে। তাই চোখের জল আর বাঁধ মানেনি তাঁর।

প্রসঙ্গত, পাক ব্যাটার ফকর জামান দীর্ঘদিন ধরেই চোটের কবলে পড়েছিলেন। তারপর চোট সারিয়ে ফিরে এসেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু কপাল সঙ্গ দিল না ফকরের। ফের চোটের কবলে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকেই দল থেকে ছিটকে যেতে হল তাঁকে। ইতিমধ্যে ফকরের পরিবর্ত হিসাবে ইমাম-উল হককে দলে নেওয়ার কথাও ঘোষণা করেছে পিসিবি।

Related Articles