খেলা

ঘরের মাঠে কেরলের বিপক্ষে ভাল কিছু হবে, আশায় অস্কার

Oscar hopes for good results against Kerala at home

Truth Of Bengal: শুক্রবার নিজেদের ঘরের মাঠে আইএসএল-র ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। যারা এই মুহূর্তে টেবিলের আট নম্বর স্থানে রয়েছে। তাদের বিপক্ষে যুবভারতীতে মাঠে নামার ২৪ ঘণ্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কেরল ম্যাচ সম্বন্ধে বলতে গিয়ে লাল-হলুদ কোচ জানান, ‘এই ম্যাচেও আমরা পাব না আনোয়ার ও সউলকে। তবে হেক্টর অনুশীলন করছেন। দেখা যাক ম্যাচের আগে ও কিরকম কন্ডিশনে থাকে। তারপরই সিদ্ধান্ত নেব। তবে হাতে যাঁরা আছেন, তাঁদের নিয়েই কেরলের বিপক্ষে মাঠে নামতে হবে।’

আগের ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে দূরন্ত খেলেও সুযোগ নষ্ট করে গোল পায়নি দল, সেই আফশোস কেরল ম্যাচের আগের দিনও শোনা গেল অস্কারের কথায়। তিনি বলেন, ‘গোয়া ম্যাচে একটা নির্বিষ আক্রমণ থেকে ওরা আমাদের বিপক্ষে গোল করে গেল। তারপরও আমরা একে একে অনেক আক্রমণ করেছি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। সেই কারণেই ম্যাচ থেকে পয়েন্ট পাইনি। এইরকম সুযোগ হাতছাড়া করলে ভাইটাল ম্যাচ থেকে পয়েন্ট পাওয়াটা খুবই মুশকিল। তবুও আমি ছেলেরা সেদিন যা লড়াই করেছে তা দেখে ভাল লাগল। মহেশ, নন্দরা অনভ্যস্ত পজিশনে খেলেছে। চেষ্টা করেছে নিজেদের মানিয়ে নিতে। আশাকরি কেরল ম্যাচেও একইভাবে সেরাটা দিতে চেষ্টা করবে।’

ইস্টবেঙ্গলের সুপার সিস্কে এখনও যাওয়া সম্ভব কি না জানতে চাইলে অস্কার জানান, ‘স্বপ্ন দেখা ভাল। কিন্তু বাস্তবে তা পরিণত করতে গেলে অনেক কিছুর ওপরই নির্ভর করে। আমাদের হাতে কেরল ম্যাচ নিয়ে আটটি ম্যাচ বাকি আছে। যদি সেই ম্যাচগুলিতে আমরা ভাল ফল করতে পারি, তাহলে হয়তো সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। কিন্তু পথটা বড় কঠিন। আগের তিনটি ম্যাচে আমরা যদি পয়েন্ট নষ্ট না করতাম তাহলে হয়তো অনেক সুবিধা হত। তবু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের বাকি ম্যাচগুলিতে ভাল ফল করাই একমাত্র লক্ষ্য।’

Related Articles