পিছিয়ে পড়েও পঞ্জাবের বিপক্ষে দলের অবিশ্বাস্য জয়ে খুশি অস্কার
Oscar happy with team's incredible win over Punjab despite falling behind

Truth Of Bengal: মঙ্গলবার যুবভারতীতে পঞ্জাব এফসির বিপক্ষে আইএসএল-র ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে লাল-হলুদ ব্রিগেড পিছিয়ে ছিল ২-০ গোলের ব্যবধানে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যেন যুবভারতীর সবুজ ঘাসে জ্বলে উঠল ১১টি লাল-হলুদ জার্সি। শুধু সমতা ফেরানোই নয়, ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্টই ঘরে তুলে নিল অস্কার ব্রুঁজোর দল।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের কোচ স্পষ্ট জানালেন, দলের এই পারফরম্যান্স আমাকে যথেষ্ট তৃপ্তি দিয়েছে। আমি দারুণ খুশি। ছেলেরা যেভাবে ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে কামব্যাক করল, তার জন্য পুরো প্রশংসাই ওঁদের প্রাপ্য। ওঁরা দ্বিতীয়ার্ধ জুড়ে যেন সিংহের মতো মাঠে আচরণ করল বিপক্ষ দলের ওপর।
প্রথমার্ধে দলের খেলায় যে তিনি একেবারেই খুশি হতে পারেননি সেকথাও অকপটে স্বীকার করলেন অস্কার। বললেন, প্রথমার্ধে আমার ছেলেরা ঠিকমত খেলতে পারছিল না। ফলে পঞ্জাব খেলায় নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিরতির সময় ছেলেদেরকে বোঝাই, একবার শেষ চেষ্টা করে দেখো। নিজেদের সেরাটা দাও। দেখবে ভাল কিছু একটা হবে। আমি খুশি, ছেলেরা আমার সেই কথা রেখেছে। এবং আমরা শত প্রতিকূলতা কাটিয়ে জয় তুলে নিয়েছি। এই ম্যাচ থেকেই তাল দল ঘুড়ে দাঁড়ানোর বাড়তি ইউএসপি-ও জোগাড় করে ফেলল বলেও মন্তব্য করলেন অস্কার।
সবশেষে লাল-হলুদের হ্যাডস্যার জানান, প্রথমার্ধের ভুলত্রুটিগুলো ছেলেরা দ্বিতীয়ার্ধে করেনি, এবং পরিবর্তনগুলোও ঠিকমতো কাজে দিয়েছে। দলের এই আত্মবিশ্বাসই আগামী ম্যাচগুলোতে পাথেয় করে তাঁর দল খেলবে বলেই জানাতে ভুললেন না অস্কার।