খেলা

ভারতে এবার অলিভার কান একাডেমি

oliver kanh Academy

The Truth of Bengal: নিজের ফুটবল কেরিয়ারে একাধিকবার এসেছেন ভারতে। ভারতীয় ফুটবল যে তাঁর নখদর্পণে তাও বলা চলে। তিনি আর কেউ নন, কিংবদন্তী জার্মান গোলকিপার অলিভার কান। আর এবার ভারত সফরে এসেছেন তিনি। ভারতীয় ফুটবলের উন্নতিসাধন করাই তার লক্ষ্য আর সেই লক্ষ্যপূরণেই এবার ভারতের মাটিতে শুরু করতে চলেছেন অলিভার কান একাডেমির যাত্রাপথ। মহারাষ্ট্র প্রো ১০ এর সঙ্গে যৌথ ভাবে এই উদ্যোগটি বাস্তবায়িক করবেন অলিভার কান।

খেলা চলাকালীন ফুটবল মাঠের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বটি যিনি পালন করেন, তিনি হলেন গোলকিপার। দলের শেষ ভরসাই তিনি। আর তাই একজন গোলকিপারকে তার দক্ষতাকে সচল রাখতে একাধিক প্র্যাকটিস সেশনের মধ্যে দিয়ে যেতে হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে একাধিক গোলকিপিং টেকনিক্স। আর তাই ভারতীয় ফুটবলে দক্ষ গোলকিপারদের তৈরি করার উদ্দেশ্যেই অলিভার কানের এই নবপ্রয়াস। তিনি জানিয়েছেন- “ভারত এমন দেশ যেখানে ফুটবলের দুর্দান্ত সুযোগ রয়েছে।

এই দেশের খেলার উন্নতির জন্য সঠিক ফুটবল শিক্ষা, একটি সুশৃঙ্খল পাঠ্যক্রম এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রয়োজন। আমাদের লক্ষ্য হল ভারতকে একটি ভালো খেলার দেশ হিসেবে গড়ে তোলা। এবং আমি নিশ্চিত যে বিশ্ব ফুটবল মঞ্চে উন্নতির সম্ভাবনা রয়েছে ভারতের।” প্রসঙ্গত, ভারতে এসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। আর সব মিলিয়ে, অলিভার কান যে তার নতুন অ্যাকাডেমি নিয়ে আশাবাদী, তা বলাবাহুল্য।

Free Access

Related Articles