খেলা

অস্ট্রেলিয়ান ওপেনের পর সেমিফাইনালে নোভাক জোকোভিচ

Novak Djokovic played great in the Australian Open, reached the semi-finals

Bangla Jago Desk : অস্ট্রেলিয়ান ওপেনের পর সেমিফাইনালে নোভাক জোকোভিচ। সঙ্গে হারালেন টেলর ফ্রিৎজ়কে। ২৬ বছর বয়সী টেলরকে হারাতে বেশ বেগ পেতে হয় জোকোভিচকে। জোকোভিচ জিতলেন ৭-৬, ৪-৬, ৬-২, ৬-৩ সেটে। অস্ট্রেলিয়ান ওপেন বরাবরই জোকোভিচের পছন্দের মঞ্চ। ২০১৮ সালের পর থেকে এখানে তিনি জিতেই চলেছেন। এর মধ্যে তিনি জিতেছেন ৩৩টি ম্যাচ।

আর এটি তাঁর ১১তম সেমিফাইনালও বটে। ফ্রিৎজকে হারানোর পর জোকোভিচ  কথায় উঠে আসে প্রথম দুই সেটের প্রসঙ্গ। কারণ এই দুটো সেটে যথেষ্ট ভুগেছেন তিনি। তিনি বলেন, টেনিসের মানও অবশ্য বেশ উঁচু ছিল। তবে এই পারফরম্যান্সের পর জন্য ফ্রিৎজকে সাধুবাদ জানিয়েছেন তিনি। স্বীকার করে বলেন সে দারুণ টেনিস খেলেছে ফ্রিৎজ।

এই সেমিফাইনালে ওঠার পর তিনি বলেছেন আলাদা একটি ম্যাচ হবে। তবে সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলতে হবে তা এখনও ঠিক হয়নি। তবে ফাইনালে খেলতে হতে পারে কার্লোস আলকারাজ়ের বিপক্ষে এমনটাই  জানা গেছে। এদিনের ম্যাচে জোকোভিচ জিতেছিলেন প্রথম সেট জিতেছিলেন টাব্রেকারে। দ্বিতীয় সেটে হারতে হয়। পরের দুটো সেটে উড়িয়ে এ দেন জোকোভিচ।

 

FREE ACCESS

 

Related Articles