মহম্মদ সালাহ নন, ফুটবলারদের ভোটে সেরা একাদশের তালিকায় মেসি-রোনাল্ডো
Not Mohamed Salah, Messi-Ronaldo in the best eleven according to the footballers' vote

Truth Of Bengal: হতে পারে তাঁরা দুজনের কেউই এখন বার্সেলোনা, কিংবা জুভেন্টাসের হয়ে খেলেন না। বর্তমানে একজন খেলছেন ইন্টার মিয়ামির হয়ে, আর একজন খেলেছেন এই উপমহাদেশের আরব ভূমিতে। তবুও আগের মতোই রয়েছে তাঁদের দুজনের জনপ্রিয়তা। ফুটবলের সেরা পুরস্কারের তালিকায় আগে যেমন দেখা যেত শুধুই ইউরোপিয় ক্লাবের দাপাদাপি এবার সেই তালিকায় প্রবেশ করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এবার ফিফপ্রোর ২০২৪ সালের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। আর তাতেই জায়গা পেয়েছেন এই দুই কিংবদন্তী ফুটবলার। ২৬ জনের এ তালিকায় ইউরোপের বাইরে থেকে শুধু এ দুজনই জায়গা পেয়েছেন।
প্রসঙ্গত, বছরের সেরা এই একাদশ নির্বাচনে ভোট দেন কেবলমাত্র ফুটবলাররাই। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই নিয়ে ১৭ বার বছরের সেরা এই একাদশে জায়গা পেয়েছেন। আর মেসির থেকে দু কদম পিছিয়ে রয়েছেন পর্তুগিজ তারকা সিআর সেভেন।
তবে এবারের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনাল্ডো জায়গা পেলেও জায়গা পাননি ইংলিশ প্রিমিয়ার লিগের নজরকাড়া ফুটবলার মহম্মদ সালাহ। একনজরে দেখে নিন ২৬ জনের এই তালিকায় কোন কোন খেলোয়াড় স্থান পেয়েছেন।
গোলরক্ষক: এদেরসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়াল নয়্যার।
ডিফেন্ডার: দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদরিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস, জুনিয়র, লামিনে ইয়ামাল।