মাত্র ১৬ বছরে ইউরোপ ফুটবলে নজির গড়লেন নোনান
Noonan sets a precedent in European football in just 16 years

Truth Of Bengal: বয়স মাত্র ১৬। এই অল্প বয়সেই ইউরোপীয় ফুটবলে নজির গড়লেন আয়ারল্যান্ডের এক কিশোর ফুটবলার। তাঁর নাম মাইকেল নোনান। চলতি বছরের দলবদলের বাজারে নোনান-এর যোগ দেওয়ার কথা ছিল পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটিতে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। নোনান যোগ দেন আয়ারল্যান্ডের অন্যতম সফল ক্লাব শার্মক রোভার্সে। পেশাদার ফুটবলার হিসাবে এটাই তাঁর প্রথম চুক্তি। পেশাদার ফুটবলার হিসাবে নিজের যাত্রা শুরুর দিনটা খুবই ভাল কাটল নোনানের।
বৃহস্পতিবার কনফারেন্স লিগের নকআউট রাউন্ডের প্রথম লেগের ম্যাচে আইরিশ ক্লাবটির প্রতিপক্ষ ছিল নরওয়েল ক্লাব মোলদে। সেই ম্যাচেই ছিল আইরিশ ফুটবলারটির কাছে ইউরোপের ফুটবল টুর্নামেন্টে অভিষেক ম্যাচ। ম্যাচের ৪২ মিনিটে নোনানকে ফাউল করেই লাল-কার্ড দেখলেন প্রতিপক্ষ দলের এক ফুটবলার। আর ৫৭ মিনিটে নিজের দলের হয়ে কাঙ্খিত গোল করে নজির সৃষ্টি করলেন আয়ারল্যান্ডের ১৬ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে যেমন নজির গড়েছেন নোনান, ঠিক তেমনই প্রথম ম্যাচে গোল করেও ইতিহাস গড়েছেন তিনি। ২০২১ সালে শুরু হওয়া কনফারেন্স লিগে নোনানই একমাত্র ফুটবলার যিনি এই টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ গোলদাতা। মাত্র ১৬ বছর ১৯৭ দিনে গোল করে নোনান পিছনে ফেলে দিয়েছেন স্কটিশ ফরোয়ার্ড জেমস উইলসনকে। ১৭ বছর ২৮৮ দিনে গোল করেছিলেন উইলসন।