খেলা

আলানসোর হাত ধরেই পুরনো দলে ফিরতে চলেছেন নিকো

Nico is set to return to his old team with Alonso's help

Truth Of Bengal: রিয়ালের কোচ হিসেবে আনসেলত্তির পর এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রাক্তন রিয়াল ফুটবলার তথা লেভারকুসেনকে বুন্দেশলিগা এনে দেওয়া কোচ জ্যাভি আলানসো। নতুন কোচ নতুন দলে যাওয়া মানেই তাঁর বেশ কিছু পছন্দের ফুটবলারকে সেই দলে নিয়ে যাওয়ার ঘটনা ফুটবল ইতিহাসে নতুন কিছু নয়। আলানসো-ও তাঁর ব্যতিক্রম হলেন না।

রিয়ালের হটসিটে বসার আগেই আলানসো ঘোষণা করেছিলেন, ‘কোচ হিসেবে এবারের প্রথমবার রিয়াল মাদ্রিদ সফরে তিনি বেশ কিছু নতুন ফুটবলার দলে নেবেন।’ সূত্রের খবর, আলানসোর সেই তালিকায় নাকি রয়েছেন রিয়ালের অ্যাকাডেমি থেকে উঠে আসা ও বর্তমান কোমোর ফুটবলার নিকো। এই নিকোর বাবা হলেন ১৯৯৮ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা ডিফেন্ডার পাবলো পাজ।

২০২২ সালে নিকোর অভিষেক হয় রিয়ালের বি দলে। এক বছর কাটিয়েই নিকো জায়গা পান মাদ্রিদের ক্লাবের মূল দলে। কিন্তু ২০২৪ সালে তাঁকে মাদ্রিদ ত্যাগ করতে হয়। তিনি পাড়ি দেন ইতালিতে। কোমোর সঙ্গে চুক্তিবদ্ধ হন নিকো। সেই সময় নাকি দুই পক্ষের চুক্তিতে উল্লেখিত ছিল নিকোর পুরনো ক্লাব রিয়াল তাঁকে কিনতে পারলে ৯০ লক্ষ ইউরো-তে ফের আবার কিনতে পারবে। সূত্রের খবর, সেই চুক্তি মেনেই ফের নিকোকে রিয়ালে ফেরাতে চাইছেন আলানসো।

Related Articles