
Truth Of Bengal: দেশের হয়ে না খেললেও, ক্লাবের জার্সিতে বহু ম্যাচ একসঙ্গে খেলেছেন মেসি এবং নেইমার। মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বের সম্পর্কও বহুল প্রচলিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিন্নহৃদয় বন্ধুর মেসিকে নিয়ে একটা গোপন তথ্য ফাঁস করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
সেই সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তরাকা জানান, ‘তিনি খেলায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি, কিভাবে পেনাল্টি কিক মারতে হয় তা শিখিয়েছিলেন।’ এই ব্যাপারে খোলাখুলি কথা বলতে গিয়ে নেইমার জানান, ‘আমাকে লিও জিজ্ঞেস করেছিলেন কিভাবে আমি এইরকম সুন্দর পেনাল্টি মারি। এরপর ওর কাছ থেকে এইরকম কথা শুনে আমার মনে হয়েছিল মেসি কি পাগল হয়ে গিয়েছে? এরপর আমি মেসিকে জানাই, তুমি লিওনেল মেসি। আমি যেটা করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস তুমিও সেটা পারবে।’
এরপর নাকি বন্ধু মেসির এই অনুরোধ রক্ষা করেছিলেন নেইমার। তিনি লিওকে শিখিয়ে দিয়েছিলেন তাঁর পেনাল্টি শট মারর কৌশলটিথ। তারপর যা দীর্ঘদিন ধরে অনুশীলনও করেছিলেন এলএম টেন। এর থেকেই বোঝা যায় মেসি এত বড় ফুটবলার হয়েও কিভাবে নিজের শেখার প্রতি আগ্রহশীল ছিলেন।
উল্লেখ্য, নেইমার এখনও পর্যন্ত ১০৬টি পেনাল্টি শট নিয়েছেন নেইমার। তার মধ্যে ৮৮টি ক্ষেত্রে সফল হয়েছেন তিনি। মিস করেছেন ১৮টি ক্ষেত্রে। অপর দিকে ১৪২টি পেনাল্টি শট নিয়েছেন মেসি। সেখানে তিনি গোল করেছেন ১১১টিতে। সেখানে লিও মিস করেছেন ৩১টি।