
Truth Of Bengal: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা তথা আল হিলালের ফুটবলার নেইমারের। সোমবার ফের চোটের কবলে পড়লেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের প্রতিপক্ষ ছিল ইরানের ক্লাব এস্তেগলাল। সেই ম্যাচে বদলি হিসেবে ৫৮ মিনিটের মাথায় মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা। আর ৮৬ মিনিটেই চোটের কারণে মাঠ ছাড়তে হল তাঁকে।
উল্লেখ্য, এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। তারপর ধীরে ধীরে আবার মাঠে ফিরলেও তা দীর্ঘস্থায়ী হল না। তবে এখনও এই নেইমারের চোটের বিষয় নিয়ে কোনও মন্তব্য করা হয়নি আল-হিলালের পক্ষ থেকে। সূত্রের খবর, নেইমারের চোটের জায়গা পরীক্ষা করা হবে। তারপরই জানা যাবে ব্রাজিলিয়ান তারকার চোট কতটা গুরুতর। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন নেইমার ৮৬ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেও তাঁর চোট এতটা গুরুতর নয়।
এদিকে নেইমার চোট পেলেও ম্যাচে ৩-০ গোলে জয় পায় আল হিলাল। সৌদির ক্লাবটির হয়ে তিনটি গোল করেন আলেকজান্ডার মিত্রোভিচ। এখন দেখার এই চোট সারিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার আবার কবে মাঠে ফেরেন সে দিকেই নজর রাখছেন নেইমার ভক্তদের পাশাপাশি ফুটবল মহলও।