
Truth Of Bengal : চিন্নাস্বামীর চলতি টেস্ট নানা ভাবে স্মরণীয় হয়ে থাকবে নিউজিল্যান্ডের কাছে। ভারতের মাটিতে টেস্ট খেলতে এসে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ইনিংস পঞ্চাশের কমে শেষ করে দেওয়ার স্বপ্ন মনে হয় কোনও টিমই দেখে না। কিউয়িরাও হয়তো দেখেনি। কিন্তু এবার তারা সেটাই করে দেখিয়েছে। ৪৬ রানে অলআউট ভারত। দুঃস্বপ্ন দেখার মতোই বিষয় ভারতীয় ক্রিকেটে। এখানেই শেষ নয়, জবাবে ব্যাট করতে নেমে ৩০০ রানের উপর লিড, এটাও বোধহয় অভাবনীয় বিষয়। কারণ, মেন ইন ব্লুজের বিরুদ্ধে ভারতের মাটিতে এর আগে কখনও ৩০০ রানের উপর লিড নেয়নি নিউজিল্যান্ড। সেটাই এবার করে দেখিয়েছেন ডেভন কনওয়ে-রাচিন রবীন্দ্ররা। ভারত প্রথম ইনিংসে ৪৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ল্যাথাম ব্রিগেড করে ৪০২ রান। ৩৫৬ রানে লিড নেয় কিউয়িরা।
২০১২ সালে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ২০৭ রানে লিড নিয়েছিল। ইডেনে সেই ম্যাচের পর থেকে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে কোনও দল ২০০ রানের উপরে লিড নিতে পারেনি। ১২ বছর পর নিউজিল্যান্ড সেই কাজটাই করে দেখাল। শুধু ২০০ রানের উপর লিড নেওয়াই নয়, ৩৫৬ রানে লিড নিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছে নিউজিল্যান্ড।