ইংল্যান্ডকে হারিয়ে শেষ টেস্ট খেলা সাউদিকে জয় উপহার নিউজিল্যান্ডের
New Zealand's gift of victory to South in the last test match against England

Truth Of Bengal: আজ থেকে ১৬ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল টিম সাউদির। সেই টেস্টে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ১৬ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটি খেলতে নামার সময়ও টিম সাউদির প্রতিপক্ষ সেই ব্রিটিশরাই। জীবনের প্রথম টেস্ট ম্যাচে ৫ উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি সাউদি। কিন্তু টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে অবশ্য জয় দিয়েই অভিযান শেষ করলেন তিনি।
চলতি বছরে ৩ টেস্টের এই সিরিজে ইতিমধ্যে ২টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে নিয়েছে ইংল্যান্ড। সিরিজ হারলেও শেষ টেস্টে ৪২৩ রানে ইংল্যান্ডকে হারিয়ে ফের একবার নিজেদের রেকর্ড স্পর্শ করেছেন কিউয়িরা। উল্লেখ্য, ২০১৮ সালে ক্রাইস্টচার্চে একই ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
এই টেস্টের প্রথমে ৩৪৭ রান করে নিউজিল্যান্ড। ব্যাট হাতে প্রথম ইনিংসে ২৩ রান করেছিল সাউদি। কিন্তু বল হাতে একটিও উইকেট দখল করতে পারেননি তিনি।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৪৭ রানের জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪৫৩ রান। কিন্তু বিশাল এই রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩৪ রানেই অলডাউন হয়ে যান ব্রিটিশরা। তাঁদের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন জেকব ব্যাথেল। এই ব্যাথেলকেই শেষ টেস্টে আউট করেন সাউদি। টেস্টে ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা ৩৯১।
প্রসঙ্গত, সাউদি মোট টেস্ট ম্যাচ খেলেছেন ১০৭টি। মোট উইকেট ৩৯১। বল হাতে তাঁর সেরা পারফরম্যান্স হল ৬৪ রানের বিনিময়ে সাতটি উইকেট নেওয়া। বোলিং গড় ৩০.২৬। মোট রান করেছেন ২, ২৪৫। সর্বোচ্চ স্কোর ৭৭।