ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড
New Zealand won the toss and elected to bat in the final

Truth Of Bengal: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। চূড়ান্ত পর্বের এই ম্যাচে টসে জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্টনার। এবং স্বাভাবিকভাবেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি অধিনায়ক। রবিবার টস হারার সঙ্গে সঙ্গে একদিনের ক্রিকেটে লাগাতার ১৫টি ম্যাচে টসে হারল ভারত। এই ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন না হলেও চোটের কারণে ছিটকে যাওয়া নিউজিল্যান্ড ক্রিকেটার হেনরির জায়গায় নিউজিল্যান্ড দলে নিয়েছে অলরাউন্ডার নাথান স্মিথকে।
INDIA LOST THEIR 15TH CONSECUTIVE TOSS IN ODI CRICKET. 🤯 #ChampionsTrophyFinal #indvsnzfinal pic.twitter.com/mzpE1Odjt4
— Suresh Gogoi (@Sureshgogoi99) March 9, 2025
ভারত-রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড- মিচেল সান্টনার, কেন উইলিয়ামসন, রাচীন রবীন্দ্রা, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, নাথান স্মিথ এবং উইল ও রুরকি।