খেলা

ভারতের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত নিউজিল্যান্ড

New Zealand ready to fight against India

The Truth Of Bengal : ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু। এরপর নিউজিল্যান্ড জিতেছিল টানা আরও তিনটি ম্যাচে। তখন বেশির ভাগ মানুষ ভেবেছিল সহজেই নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠবে। কিন্তু হঠাৎই ছন্দপতন। কিউইরা হেরে বসে টানা চার ম্যাচে। তাতে তাদের সামনে দাঁড়ায় নানা সমীকরণ। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় কেইন উইলিয়ামসনের দল।

সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সেরা দল ভারত, যারা জিতেছে টানা ৯ ম্যাচে। একদিকে কোনো বাধা ছাড়াই সেমিফাইনালে ওঠা ভারত, অন্যদিকে নানা বিপত্তি পেরিয়ে সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবে মানসিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকার কথা কিউইদের। যদিও নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন বলছেন, সব ভুলে গিয়ে সেমিফাইনালে শূন্য থেকেই শুরু করবেন তাঁরা।প্রথম পর্বে নিউজিল্যান্ড জিতেছে পাঁচ ম্যাচে।

অবশ্য ভাগ্যও তাদের খুব একটু সহায়তা করেনি। পাকিস্তানের বিপক্ষে তো ৪০০ রান করেও হেরেছিল নিউজিল্যান্ড। সেখানে অবশ্য বৃষ্টির একটা ভূমিকা ছিল। আবার অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যাওয়া ম্যাচে নিউজিল্যান্ড করেছিল ৩৮৩ রান। এরপরও সেই ম্যাচটিতে তারা হেরেছিল ৫ রানে। সব মিলিয়ে কয়েকটি ম্যাচে ভালো খেলেও জিততে পারেনি নিউজিল্যান্ড। সেমি ফাইনাল ম্যাচে শেষ হাসি কোন দল হাসে সেদিকেই নজর গোটা বিশ্বের।

FREE

Related Articles