জার্মান ফুটবল সংস্থার কড়া শাস্তির মুখে ন্যুয়ের
Neuer faces severe punishment from German football association

Truth Of Bengal: গত দু দিন আগে জার্মান কাপে লেভারকুসেনের বিপক্ষে একটি ম্যাচে লাল-কার্ড দেখেছিলেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। এরপরই অবশ্য, ন্যুয়েরকে মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের শাস্তি হিসেবে এক ম্যাচের পরিবর্তে দুই ম্যাচে খেলতে না পারার নিষেধাজ্ঞা দিল। বৃহস্পতিবার ন্যুয়েরের ব্যাপারে এই সিদ্ধান্তের কথা জানায় জার্মান ফুটবল ফেডারেশন।
এই প্রসঙ্গে ডিএফবি-র শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটা স্বাভাবিক শাস্তি। কেননা কারণ হিসেবে বলা হয়েছে, ন্যুয়ের যেভাবে গোল করার নানা সুযোগকে ফাউলের মধ্যে প্রতিহত করেছে তার জন্য তাঁকে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। তবে ন্যুয়েরর এই শাস্তি কেবলমাত্র জার্মানির ঘরোয়া টুর্নামেন্টগুলিতেই কার্যকর হবে।
প্রসঙ্গত, এই মরশুম শেষেই বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ম্যানুয়েল ন্যুয়েরের। তিনি যদি চুক্তির মেয়াদ না বাড়ান, কিংবা জার্মান ফুটবল ক্লাব ছেড়ে অন্য কোনও ক্লাবে যান অথবা অবসর নেন, তাহলে তাঁকে এই নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না। ২০১৪ বিশ্বকাপজয়ী নয়্যার সেই লাল কার্ড দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন। উল্লেখ্য, ম্যানুয়েল তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৮৬৬ ম্যাচ খেলে ওই ম্যাচেই প্রথম লালকার্ড দেখেছিলেন।