খেলা

জাতীয় পতাকার সম্মাণ রক্ষা নীরজ

Neeraj Chopra

The Truth of Bengal: টোকিও অলিম্পিক থেকে জয় যাত্রা শুরু । তা আজও অব্যাহত । জয়ের রথ চলমান তার ।  তিনি নিরজ চোপরা । ব্যর্থতা শব্দটা যেন তার বিপরীত । আপামর ভারতবাসী তাকে চেনেন সোনার ছেলে হিসেবে । তার অনবদ্য পারফরম্যান্স মন জয় করেছে আগেই । আর এবার তিনি মানুষের হৃদয়ের অন্দরে আরো জায়গা করলেন । তার সামনে দেশের পতাকা মাটিতে পড়ে যাচ্ছে । তা দেখার পর স্বাভাবিক ভাবেই তিনি  লাফ দিয়েছেন পতাকা জন্য ।  একদিকে যেমন দেশের হয়ে পর পর মেডেল জিতে বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু করেছেন তিনি, অন্যদিকে জাতীয় পতাকার মান দিতেও স্বতঃস্ফূর্ত তিনি। সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।  জাতীয় পতাকা যাতে মাটিতে না পড়ে তার জন্য নিজে এগিয়ে এসে ক্যাচ ধরলেন নীরজ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও মন কেড়েছে নেটিজেনদের। ২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছেন নীরজ৷ সেই জয়-এর উদযাপনের সময়ই আচমকা একটি জাতীয় পতাকা তাঁর দিকে ছুড়ে দেন একটা ভক্ত। পাতা যাতে কোনও মতে মাটিতে না পড়ে তার জন্য ঝাপিয়ে পড়েন নীরজ। মুহূর্তের মধ্যে ভাইরাল হতে থাকে সেই ভিডিও। ইতিমধ্যেই নেট মাধ্যমে বিপুল পরিমানে লাইক ও শেয়ার হয়েছে ভিডিওটি। দেশের মানুষ নীরজ বলতেই বোঝেন নজির ।

তিনি অপ্রতিরোধ্য।কে থামাবে দেশের ‘সোনার ছেলে’কে!  এদিনও অপ্রতিরোধ্য তিনি । তিনি এদিন ৮৮.৮৮ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন আর কিশোর জ্যাভলিন ছোঁড়েন ৮৭.৫৪ মিটার দূরে। যা নজির । সোনা জিতেছেন নীরজ । তবে তার যে স্বপ্ন তা পূরণ হয়নি। এশিয়ান গেমসে সোনা এলেও নীরজের ৯০ মিটারের জন্য অপেক্ষা আরও বাড়ল। নীরজ আগেই জানিয়েছিলেন, সামনে বেশকিছু প্রতিযোগিতা রয়েছে। যারমধ্যে অন্যতম এশিয়ান গেমস। হাংঝউয়ে সেরা পারফরম্যান্স মেলে ধরার ব্যাপারে  তিনি আগাগোড়াই  আত্মবিশ্বাসী ছিলেন। আরও একটা সোনা নিয়ে ২০২৩ সালটা শেষ করতে চেয়েছিলে নীরজ । মে স্বপ্ন ইতিধ্যেই পূরণ হয়েছে ।

Free Access

Related Articles