
The Truth of Bengal: ক্রিকেটদুনিয়ার নজর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দিকে। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার সপ্তদশ মরসুম শুর্য হতে এখনও বাকি রয়েছে কয়েক মাস। বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী মার্চের শেষে বা এপ্রিলের গোড়ায় ব্যাট-বলের লড়াই শুরু হওয়ার কথা। এবার বিতর্কে জড়ালেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস দলের ক্রিকেটার নবীন উল হক। শাস্তির মুখে আফগানিস্তানের পেসার।নবীন উল হক ও বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে।
২০২৩-এর আইপিএলে ম্যাচ চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা বিরাট কোহলির সঙ্গে মাঠেই কথা কাটাকাটি হয় তাঁর। তার রেশ গড়ায় ম্যাচের পরেও।২০২৩-এর বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বছর ২৪-এর নবীন উল হক। দেশ ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে টি-২০ খেলাই তাঁর লক্ষ্য, জানিয়েছিলেন আফগান পেসার। কিন্তু মধ্যপ্রাচ্যের ইন্টারন্যাশনাল লীগ টি-২০ টুর্নামেন্ট খেলার ব্যাপারে বাধার মুখে পড়তে হলো তাঁকে।
আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজিত হওয়ার কথা এই টুর্নামেন্টের। নবীন গত বছর খেলেছিলেন শারজাহ ওয়ারিয়র্স দলের পক্ষ থেকে। কিন্তু আগামী মরসুমের জন্য ‘রিটেনশন নোটিসে’ সই করতে রাজী হন নি তিনি। এই নিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটি। অভিযোগ খতিয়ে দেখে নবীনের জন্য কড়া সাজা শোনানো হয়েছে। ২০ মাসের জন্য টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হয়েছে তাঁকে। ২০২৪ ও ২০২৫ মরসুম খেলতে পারবেন না তিনি।চুক্তি সংক্রান্ত বিধি ভঙ্গের দায়ে শাস্তি পাচ্ছেন নবীন উল হক। জানানো হয়েছে আইএলটি-২০ টুর্নামেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে।