IPL 2024খেলা
Trending

শুরুতেই আউট নারাইন, ‘শূন্য’ তে আউট হওয়ার রেকর্ড গড়লেন

Narine, out early, set the record for getting out for 'zero'

The  Truth Of Bengal: এবারের আইপিএলে বেগুনি টুপির দৌড়েও যেমন রয়েছেন নারাইন, আবার কমলা টুপির দৌড়ে রয়েছেন তিনি ।এবার নারাইন ১২ ম্যাচ খেলে ৪৬১ রান করেছেন । এদিকে যখন তিনি বোলার তখনও বেশ কয়েকটি উইকেট নিয়েছেন। শনিবার পর্যন্ত ১৫ টি উইকেট নিয়েছেন নারায়্ই । এবারের অন্যতম সেরা ক্রিকেটার তিনিই ।

ধারাবাহিকভাবে কলকাতা নাইট রাইডার্স কে ব্যাট ও বল হাতে সাহায্য করে চলেছেন, ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার শনিবার শূন্য রানে আউট হলেন জজপ্রিত বুমরার বলে । যদিও তিনি বলের লাইন বুঝতে ভুল করার জন্য আউট হয়েছেন। সবে ব্যাট হাতে খেলতে আসা নারাইনকে আউট করে উৎসাহিত হয়ে পড়েন বুমরা । মাঠেই তিনি সেই উচ্ছ্বাস প্রকাশ করেন । এদিকে নারাইন ঠিক কি হয়ে গেল তৎক্ষণাৎ তা বুঝে উঠতে পারেননি।এদিন শ্রেয়স আইয়াররা সাত উইকেটে ১৫৭ রান করেন।

জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে ১৪৯ গান ১৩৯ রান করেন । ১৮ রানে ম্যাচ জিতে যায় কেকেআর।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ৪৪ বার ০ রানে আউট হয়েছেন সুনীল নারাইন। কেকেআর ম্যাচ জিতলেও হেরেছেন সুনীল। পৃথিবীর আর কোন ক্রিকেটার কুড়ি ওভারের ক্রিকেটে শূন্য রানে এতবার আউট হননি, যেভাবে আউট হয়েছেন সুনীল নারাইন । টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউটের তালিকায় নারাইন সর্বোচ্চ থাকলেও রশিদ খান রয়েছেন তৃতীয় স্থানে তিনি ৪২ বার আউট হয়েছেন।

 

 

Related Articles