
Truth Of Bengal: বিগত বেশ কয়েক বছর ধরে আইএসএল-এ ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। দলের এই বেহাল দশা একেবারেই মন থেকে মেনে নিতে পারেননি সাপোর্টারদের পাশাপাশি কর্তা ও ইনভেস্টাররাও। গত আইএসএল-এ অন্য বারের তুলনায় ভাল দল গড়েই স্বপ্নভঙ্গ হয়েছে লাল-হলুদের। কিন্তু আগামী বছর ভাল ফলের আশায় বদ্ধ পরিকর ইমামি কর্তারা।
আইএসএল শেষ হওয়ার পর পরই আগামী বছরের দলগঠনের জন্য নেমে পড়েছেন ইস্টবেঙ্গলের ইনভেস্টররা। হায়দরাবাদ থেকে নিয়ে আসা হয়েছে থিংবোই সিংটোকে। আপাতত তাঁর নির্দেশ মতই দল গঠন হচ্ছে।
সূত্রের খবর, মুম্বই সিটি এফসির তারকা ফুটবলার বিপিন সিংকে এবার টার্গেট করেছিল ইস্টবেঙ্গল। সেই মত তাঁর সঙ্গে কথাবার্তাও শুরু করেন সিংটো। শেষ পর্যন্ত নাকি সিংটোর কথায় লাল-হলুদের জালে ধরা দিলেন মুম্বই-য়ের এই উইঙ্গারটি। এমনকি বিপিনের সঙ্গে ইস্টবেঙ্গলের এক বছরের চুক্তি হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও এখন লাল-হলুদের পক্ষ থেকে এই ব্যাপারে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।