খেলা

কোচবিহার ট্রফিতে মুম্বই বধ বাংলার

Mumbai beats Bengal in Cooch Behar Trophy

Truth of Bengal: ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে দূরন্ত জয় বাংলার। মুম্বইকে ইনিং ও ৪১ রানে হারাল সৌরাশিস লাহিড়ির ছেলেরা। বাংলার এই জয় কোচবিহার ট্রফিতে এক নতুন ইতিহাস রচনা করল। পাশাপাশি তাদের ক্রিকেট ইতিহাসে এই ট্রফিতে এমন হার মুম্বই এর আগে কখনও হারেনি।

বাংলা প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৫০২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানেই শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। এরপর বাংলা ফলো অন করালেও এই ম্যাচ থেকে মুম্বই হার এড়াতে পারল না। চতুর্থ দিনের শেষে ৩১৬ রানেই গুটিয়ে মুম্বইয়ের ইনিংস।

বল হাতে বাংলার হয়ে ৫০ রানের বিনিময়ে পাঁচ উইকেট দখল করেন আশুতোষ কুমার। রোহিত এবং যুধাজিৎ নেন তিনটি ও একটি করে উইকেট। এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই বাংলা ঘরে তুলে নিল মূল্যবান সাত পয়েন্ট।

পাশাপাশি ব্যাট হাতে বাংলার এই জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শতরানকারী তিন ব্যাটসম্যান আশুতোষ, অঙ্কিত এবং অভিপ্রায়। তাঁদের তিনজনের শতরানের সুবাদেই বাংলা এত বিশাল রানের টার্গেট খাড়া করতে সক্ষম হয় মুম্বইয়ের সামনে।

Related Articles