MS Dhoni: লখনউয়ে ‘ধোনি’ ঝড় ! টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফ্যানেরা দেখতে চান ধোনিকে
MS Dhoni: 'Dhoni' storm in Lucknow! Fans want to see Dhoni in T20 World Cup as well

The Truth Of Bengal: ধোনি ঝড়ে ফের একবার কেঁপে উঠল লখনউয়ের একানা স্টেডিয়াম। শুক্রবার লখনউয়ের ২২ গজে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ শিবির। ফলে পিচ রিপোর্ট অনুযায়ী, কিছুটা বাড়তি সুবিধাই পেতে চলেছিল লখনউ, এমনটাই আভাস পেয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে, ম্যাচের শুরুতে রাহানে ভাল খেললেও, রাচিন রবীন্দ্রের সঙ্গে পার্টনারশিপ সেই অর্থে গড়েনি। ফলে, স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে স্কোরবোর্ডেও। অপরদিকে, দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াডও মাত্র ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ফলে, কার্যত চাপের মুখেই পড়ছিল চেন্নাই শিবির। তবে, প্রত্যেক ম্যাচের ন্যায় একেবারে অবতারের ভূমিকাতেই অবতীর্ণ হন মহেন্দ্র সিং ধোনি। ৯ বল খেলে ২৮ রান তুলে দেন চেন্নাই সুপার কিংস-এর স্কোরবোর্ডে।
প্রথম ইনিংশের একেবারে শেষের দিকে নেমে ৩টি ৪ এবং ১টি ৬ মেরে চেন্নাইয়ের খাতায় তোলেন ১৭৬ রান। যদিও, শেষ রক্ষা হয়নি হলুদ আর্মির। লখনউয়ের তরফে কুইন্টন ডি কক এবং কে এল রাহুল-ই বেশিরভাগ রান করে ম্যাচ জিতিয়ে দেন। যদিও, সেখানে অবদান ছিল মারকুইস স্টোনিস এবং নিকোলাস পুরানেরও। ৮ উইকেটে সিএসকে-এর বিরুদ্ধে জয় পান তারা। তবে, এদিনের ম্যাচে যেন স্পটলাইট ছিল বছর ৪৩-এর ধোনির উপরেই। যেমন তার ফিটনেস তেমনই তার আগ্রাসী মনোভাব।
অবশ্য, ধোনির খেলা নিয়ে উন্মাদনা দেখা দিয়েছিল ক্রিকেটপ্রেমিদের মনেও। তাদের বক্তব্য, ধোনিকে যেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে যুক্ত করা হয়। এছাড়াও, ধোনি যেন ১০০ বছর বাঁচেন এবং এভাবেই খেলে যান, এই কামনা নিয়েও মাঠে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন ধোনি ফ্যানেদের একাংশ। আর সব মিলিয়ে, শুক্রবারের এই হাইভোল্টেজ ম্যাচে যে ধোনির ক্যামিও সকলের মন কেড়েছে, তা বলাবাহুল্য।