
The Truth of Bengal: আবারো কি কোন ইউরো তারকা আসতে চলেছে মোহনবাগানে? এরকম প্রশ্ন সবুজ-মেরুন সমর্থকদের মনে ঘোরাফেরা করছে। এর আগে ২০২০ ইউরো কাপে খেলা ফুটবলারকে পরের মরশুমেই দলে নিয়ে চমকে দিয়েছিল সবুজ মেরুন বাহিনী। ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপের খেলা জনি কাউকে সে বার দলে নিয়েছিল মোহনবাগান। ২০২৩-২৪ মরশুমেও আলবেনিয়ান আর্মান্দো সাদিকুকে দলে নেয় মোহনবাগান। এই আলবেনিয়ানের ইউরো কাপ খেলার অভিজ্ঞতা আছে। এদেরকে দলে নিয়ে ভালোই ফল পেয়েছে সবুজ মেরুন বাহিনী।
আইএসএল লিগ শিল্ড জয়ের অন্যতম কারিগর এই দুইজন। এর জন্যই বিদেশি চয়নে ইউরোপের এই সেরা টুর্নামেন্টকে বেছে নিয়েছেন মোহনবাগান কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী মোহনবাগান ম্যানেজমেন্ট এরই মধ্যে প্রায় প্রচুর সংখ্যক বিদেশি খেলোয়াড় কে নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন। এদের মধ্যে কিছু খেলোয়ারকে অবশ্যই ইউরো কাপে খেলতে দেখা যাবে। এখনো পর্যন্ত যদিও কখনো নাম জানা যায়নি। তবে মোহনবাগানে যে নতুন বিদেশে আসতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই।
এমন বিদেশী যে কোনদিনও ভারতে খেলেনি এরকম খেলোয়ারই আনতে চলেছে মোহনবাগান। প্রসঙ্গত আইএসএল লিগ শিল্ড জয় এর ফলে আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু এর মূল পর্বে খেলবে মোহনবাগান। এএফসিকে টার্গেট করে দল গঠন করছে মোহনবাগান কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের নাম শোনা গেলেও তিনি এখন পুরোপুরি ভাবে নিশ্চিত হননি। তবে মোহনবাগান কর্তৃপক্ষ বাকি বিদেশিদের ক্ষেত্রে আসন্ন ইউরো কাপে যে নজর রেখেছে তা এক প্রকার নিশ্চিত।