
The Truth Of Bengal : আইএসএল্এ মোহনবাগানের লিগ পর্বে যেতে আর দুটো ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যে আজ একটি ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। বিপক্ষ টিম বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরকে হারাতে পারলে মোহনবাগানের সামনে থাকবে আর একটি ম্যাচ। ফলত আজকের ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ রয়েছে মোহনবাগান টিমের কাছে।
এদিকে ইস্টবেঙ্গলে আইএসএল অভিযান একেবারে শেষ। বাংলার ফুটবল প্রেমীদের কাছে এখন ভরসা মোহনবাগানকে নিয়ে। যে দুটো ম্যাচ মোহনবাগানের সামনে রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাঝেই মোহনবাগানের শিয়রে সংকট। গুরুত্বপূর্ণ এই দুটো ম্যাচ খেলতে নামার আগে দলের কোচ আবাস চিন্তা বাড়িয়েছে টিমের জন্য। সূত্র মারফত জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত মোহনবাগানের কোচ ।
যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেনি কেউই । এর আগে চেন্নাইয়ের বিপক্ষে তার না থাকার কারণে দলকে হারতে হয়েছে পাঞ্জাবের বিপক্ষেও কোনমতে জয়লাভ করেছে। আজ বেঙ্গালুর বিপক্ষে কি করবে ‘টিম মোহনবাগান’ সেদিকে নজর রয়েছে সকলের। ।