
The Truth Of Bengal : লিগ শিল্ড জিতলেও মোহনবাগানের সামনে এখনো অধরা রয়েছে আইএসএল ট্রফি । সে কারণে দল চেষ্টা করছে সেই ট্রফি জয় করতে। এদিকে মঙ্গলবার মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ওড়িশা এফসির। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে এই দু দল। ইন্ডিয়ান সুপার লিগে গতবার মোহনবাগান ট্রফি জয় করেছিল।
সে কারণে এবার তাদের লক্ষ্য সেই জয়ের ধারা অব্যাহত রাখা। এর আগে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান যতবার ওড়িষ্যা এফসির বিপক্ষে মাঠে নেমেছে ততবার বেশ চাপে পড়তে হয়েছে মোহনবাগানকে। কখনো খেলা ড্র’য়ের মাধ্যমে অমীমাংসিত থেকেছে। আবার কখনো মোহনবাগানকে হারতে হয়েছে। এর মাঝে আজ কি হয় সেদিকে নজর রয়েছে সকলের। তবে এই ম্যাচের আগে হাবাস খেলোয়াড়দের ছুটি পর্যন্ত ক্যান্সেল করেছিলেন।
ফলত প্রচুর প্র্যাকটিস করেই যে আজ ওড়িশা এফসির বিপক্ষে নামতে চলেছে মোহনবাগান তা একেবারে স্পষ্ট। হাবাসের কাছে জয়লাভের একটাই পথ তা হলো প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস। সে কারণে লিগ শিল্ড জেতার পরেও খেলোয়াড়দের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করলেও সেলিব্রেশন পরোয়া এখনো বাকি রয়েছে। সন্ধ্যা ৭.৩০ রয়েছে এই ম্যাচ ।