
The Truth of Bengal: খেলার ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব গুলোর ইতিহাস এবার ব্ইয়ের পাতায়। ইস্টবেঙ্গল মোহনবাগান ও মোহামেডানের তৈরি হওয়ার ইতিহাস এবার পড়বে ছাত্র ছাত্রীরা । সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর হতে চলেছে । খেলার মাঠ ও পাঠ্য বইয়ের মধ্যে এবার দূরত্ব ঘোচাতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সে কারণে একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলার ক্রীড়া সংস্কৃতির তিন মুখ প্রাচীন ঐতিহ্যমন্ডিত ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং এর ইতিহাস।
সবকিছু ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি স্কুল গুলোই এই বিষয়ে পাঠ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। খেলার ময়দানে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান । যদিও এই দুই ক্লাবের ভক্ত সংখ্যাও অগুণতি রয়েছে গোটা বাংলা জুড়ে। এই সিলেবাসে জায়গা পেয়েছে ১৯১১ সালে ইংরেজদের হারিয়ে কিভাবে মোহনবাগানের আইএফএ শিল্ড জয় থেকে শুরু করে জাতীয়তাবাদী আন্দোলনের জোয়ার আনা সেই সবটা।
সেই সঙ্গে ইস্টবেঙ্গলের জার্সির রং কেন লাল হলুদ অর্থাৎ উত্তর কলকাতার শ্যাম পার্কে ১৯২০ সালে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব । তাদের জার্সির রং ছিল লাল হলুদ । তার পর আর পরিবর্তন করা হয়নি জার্সির রং। মহামেডান ক্লাব এর নাম কতবার পরিবর্তন হয়েছে সেই সব বিষয়কেও এখানে তুলে ধরা হয়েছে।