
Truth Of Bengal: সময়টা সত্যি একেবারেই ভালো যাচ্ছে না ভারতীয় দলের অন্যতম পেসার মহম্মদ শামির। সদ্য চোট সারিয়ে নিজে থেকে উঠে আবার নিজেকে স্বমহিময়া ফেরার আপ্রাণ চেষ্টা করছিলেন এই পেসার। স্বপ্ন ছিল ভারতীয় দলের হয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে অংশ নেওয়া। সেই লক্ষ্য নিয়েই নেটে চলছিল তাঁর লড়াই। কিন্তু তা আর সম্ভব হল না।
সূত্রের খবর, ফের চোটের কবলে পড়লেন শামি। এবং তাঁর এই চোট থেকে সুস্থ হতে সময় লাগবে আরও বেশ কিছুদিন। এদিকে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের সিরিজ খেলতে রওনা হবে আগামী ১০ নভেম্বর। ফলে সেই সিরিজেই খেলার স্বপ্ন দেখেছিলেন শামি। স্বপ্ন দেখেছিলেন ফের জাতীয় দলের জার্সি গায়ে বল হাতে আবার ভয়ঙ্কর হয়ে উঠবেন। বোর্ড কর্তারাও আশা করেছিলেন যে ফিটনেস পরীক্ষায় যদি শামি পাস করেন, তাহলে তাঁকে অস্ট্রেলিয়া পাঠাবেন। এবার শামির সেই আশাও কার্যত শেষ হয়ে গেল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, দেশের হয়ে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপেই শেষ মাঠে নেমেছিলেন মহম্মদ শামি। তারপর থেকই আর কোনও টুর্নামেন্টে খেলতে দেখা যায়নি তাঁকে। তবে তাঁর নতুন চোট কতটা গুরুতর তা এখনও সেইভাবে জানা যায়নি।