খেলা

বিজয় হাজারে থেকে বিদায় বাংলার , লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর ছেলেদের

Mohammad Shami's 3 wickets did not work The sons of Lakshmi did not benefit from Lakshmi Bara

Truth Of Bengal : বিজয় হাজারের গ্রুপ পর্বটা দারুণ শুরু করেছিল লক্ষ্মীরতন শুক্লার ছাত্ররা। কিন্তু শেষ ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে যে ছন্দপতন হয়, তার থেকে আর বেড়িয়ে আসতে পারলেন না সুদীপ ঘরামীরা। গ্রুপ পর্বে রানার্স হওয়ায় সরাসরি শেষ আটে জায়গা হয়নি বাংলার। এদিন তাই নামতে হয়েছিল প্রি-কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে। কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতায় লজ্জাজনক হার বাংলার।

টসে জিতে দিনটা শুরু করেছিলে বাংলাই। প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বঙ্গ অধিনায়ক সুদীপ ঘরামী। এদিন বাংলা কিন্তু প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল। অজি সফর থেকে ফিরে এদিন প্রথম একাদশে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। পেস বিভাগে মহম্মদ শামি ও মুকেশ কুমার। কিন্তু লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীরতনের বাংলার।

বরোদায় প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ রানের মাথায় পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারায় হরিয়ানা। উইকেট দু’টি নেন মুকেশ কুমার ও মহম্মদ সামি। ক্যাপ্টেন অঙ্কিত রাজেশ কুমারকে ১৮ রানে ফেরান কৌশিক মাইতি। এরপর ৮৪ রানের জুটি গড়েন পার্থ শিব বৎস এবং নিশান্ত সিন্ধু। এই জুটি ভাঙেন করণ লাল। ৬২ রানে ফেরেন পার্থ। নিশান্তকে ৬৪ রানে ফেরান সায়ন ঘোষ। রাহুল তেওয়াটিয়া আউট হন ২৯ রানে। আটে নেমে সুমিত কুমার অপরাজিত থাকেন ৪১ রানে। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৮ রান তোলে হরিয়ানা। ৩টি উইকেট নেন মহম্মদ সামি, মুকেশ কুমার নেন দু’টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে একটা সময় বাংলার স্কোর ছিল ১৪৭-২। একটা দিক ধরে রেখেছিলেন অভিষেক পোড়েল। আমন কুমার তাঁর উইকেট তুলে নিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ। নক আউট পর্বের ম্যাচে জঘন্য ব্যাটিংয়ের নমুনা দেখাল বাংলা। মাত্র ৭৯ রানের মধ্যে পড়ল শেষ ৭ উইকেট। হরিয়ানার কাছে ৭২ রানে হেরে বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গেল বাংলা। হরিয়ানা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। তাদের আগামী প্রতিপক্ষ গুজরাট।

ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন বাংলার দুই ওপেনার। ৩৬ রানে আউট হন অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। মাত্র ১০ রানে ফেরেন অভিমন্যু ঈশ্বরণ। এরপর ওপেনার অভিষেক পোড়েলের সঙ্গে জুটি বেঁধে দলের হাল ধরেন অনুষ্টুপ মজুমদার। ৫৭ রানে অভিষেক পোড়েলকে আউট করেন আমন কুমার। ৩৬ রানে পার্থ শিব বৎসের বলে বোল্ড হন অনুষ্টুপ। এরপরই শুরু হয় বাংলার ব্যাটারদের যাওয়া-আসা। করণ লাল ২৮ রান করে কিছুটা চেষ্টা করলেও বাকিদের থেকে সহায়তা পাননি। শেষ অবধি ৪৩.১ ওভারে ২২৬ রানে অল আউট হয়ে যায় বাংলা। দুরন্ত ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠলেন নিশান্ত-পার্থ জুটি। পার্থ পেলেন ৩টি উইকেট, নিশান্ত নেন ২টি। ভাল অবস্থায় থেকেও, ব্যাটিং বিপর্যয়ের জন্য এই লজ্জাজনক হার ভুলতে চাইবে বাংলা দল। হরিয়ানার কাছে ৭২ রানে হেরে বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গেল বাংলা। হরিয়ানা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। তাদের আগামী প্রতিপক্ষ গুজরাট।

তবে এই ম্যাচে বাংলার একমাত্র পাওনা মহম্মদ শামি। তিনটি উইকেট নিয়ে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে শামি বার্তা দিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত তিনি।

Related Articles