আইপিএল-এ আরসিবির হয়ে খেলতে ইচ্ছা প্রকাশ মহম্মদ আমিরের
Mohammad Amir wants to play for RCB in IPL

Truth Of Bengal: আইপিএল খেলা যে কোনও ক্রিকেটারের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ আমিরও তার ব্যতিক্রম নন। কিন্তু পাকিস্তানের নাগরিক হওয়াতে তিনি এখনও অবধি সেই সুযোগ পাননি। তবুও আইপিএল-এ খেলার ইচ্ছা হাতছাড়া করতে নারাজ প্রাক্তন এই পাক ক্রিকেটার। তিনি আশা করেন আগামী বছর হয়ত ভারতের এই মেগা ক্রিকেট ইভেন্টে খেলার স্বাদ পূরণ হবে তাঁর। কারণ এর পিছনে রয়েছেন আমিরের স্ত্রী।
পাক ক্রিকেটার মহম্মদ আমিরের স্ত্রী নারজিস বর্তমানে ব্রিটেনের নাগরিক। কাজেই আমিরের আশা তিনিও খুব শীঘ্রই ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে যাবেন। আর তখন তাঁর আইপিএল খেলতে আর কোনও অসুবিধা থাকবে না। এই বিষয়ে পাক ক্রিকেটার জানান, ‘আগামী বছর হয়তো আইপিএল-এ খেলার সুযোগ পাব। এবং যদি তা পাই অবশ্যই খেলব।’
আইপিএল-এ নিজের পছন্দের দলও বেছে রেখেছেন পাকিস্তানের এই ক্রিকেটারটি। এই বিষয়ে আমির জানান, ‘অবশ্যই এ ক্ষেত্রে আমার প্রথম পছন্দ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর পিছনেও একটা কারণ রয়েছে। সেটা অবশ্যই হল বিরাট কোহলি। বিরাট আমার পছন্দের ক্রিকেটার। বিরাটকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। কাজেই কোহলির সঙ্গে খেলার সুযোগ পেলে তা হাতছাড়া করতে চাই না।’
অবশ্য আমির যাতে আইপিএল খেলতে পারেন সেই জন্য তাঁকে যথেষ্ট উৎসাহ দিচ্ছেন আর এক প্রাক্তন পাক ক্রিকেটার আজহার মেহমুদ। পাকিস্তানের নাগরিক হিসাবে নয়, আজহার আইপিএল-এ খেলেছিলেন ইংল্যান্ডের নাগরিক হিসাবে। তবে পাক ক্রিকেটারদের আইপিএল-এ দেখা না গেলেও কোচ এবং ধারভাষ্যকার হিসাবে ওয়াশিম আক্রম ও রামিজ রাজাকে দেখা গিয়েছে আইপিএল-র আসরে।