খেলা

গড়াপেটা নিয়ে কড়া সিদ্ধান্ত মিজোরাম ফুটবল ফেডারেশনের

Mizoram Football Federation takes strict decision on match-fixing

Truth Of Bengal: গড়াপেটা নিয়ে এবার কড়া সিদ্ধান্ত গ্রহণ করল মিজোরাম ফুটবল ফেডারেশন। সেই রাজ্যের প্রিমিয়ার লিগে গড়াপেটা করা হয়েছিল, এই কারণে ২৪ জন ফুটবলার এবং ৩টি ক্লাবকে নিষিদ্ধ করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

শাস্তির কবলে পড়া এই তিন ক্লাব হল যথাক্রমে শিফিয়ার ভেনগুলাম, এফসি বেথহেলেম এবং রামহুলান অ্যাথলেটিক ক্লাব। তিন ক্লাবকেই তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে মিজোরাম ফুটবল ফেডারেশন।

খেলোয়াড়দের মধ্যে দুজন ফুটবলারকে পাঁচ বছর, চার ফুটবলারকে তিন বছর এবং ১০ জন ফুটবলারেক এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে মিজোরাম ফুটবল সংস্থা সূত্রে। এই শাস্তির বিষয়ে ফেডারেশন সূত্রে জানানো হয়েছে যে ফুটবল মাঠে ভবিষ্যতে যাতে আর কোনওরকম গড়াপেটার ঘটনা না ঘটে সেইজন্য ফেডারেশন এইরকম কড়া শাস্তি নিয়েছে।

উল্লেখ্য, যে তিনটি ক্লাব এই কড়া শাস্তির মুখে পড়েছে তাঁদের মধ্যে অন্যতম হল শিফিয়ার ভেনগুলাম। কেননা তাঁরা মিজোরাম প্রিমিয়ার লিগের প্রথম চারটি দলের মধ্যে এই ক্লাবটি রয়েছে। ফেডারেশনের এই শাস্তির ফলে প্রিমিয়ার লিগের সেমিফাইনালে আর তারা মাঠে নামতে পারবে না। ফলে সেমিফাইনালে থেকে বিজয়ী হয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে আইজল এফসি।

Related Articles