খেলা

গোলশূন্যভাবেই শেষ হল মিনি ডার্বি

Mini derby ends goalless

Truth Of Bengal : বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল রিলায়েন্স ইয়ুথ ডেভলপমেন্ট লিগের ডার্বি ম্যাচ। আইএসএল-এ বড়দের ডার্বিতে এখনও জয়ের মুখ দেখতে না পারলেও, ছোটদের ডার্বিতে সায়ন-আমনরা কিন্তু রুখে দিল সবুজ-মেরুন ব্রিগেডকে। ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবেই।

হউক না যুবদের ম্যাচ, তাতে কি। ডার্বি ম্যাচ বলে কথা। কাজেই বুধবারও নৈহাটি স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন দুই দলের বহু সমর্থক। প্রত্যেকেরই আশা ছিল তাঁদের প্রিয় দলের জয় দেখেই মাঠ ছাড়া। কিন্তু সেই আশা তাঁদের পূরণ হল না।

ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী দুই দলই যথেষ্ট সুযোগ পেয়েছিলেন গোল করার। কিন্তু কোন পক্ষই কোনও গোল করতে পারেনি। যুবদের ফুটবল হলেও লাল হলুদ-সবুজ মেরুন দুই দলেই বেশ কিছু ফুটবলার ছিলেন যাঁদের দিকে অবশ্যই নজর ছিল সমর্থকদের। যেমন মোহনবাগানে সুহেল ভাট আমনদীপ সিং অন্য দিকে ইস্টবেঙ্গলে সায়ন বন্দ্যোপাধ্যায়, আমন-রা। কিন্তু তাঁরা এই ম্যাচে একপ্রকার হতাশই করলেন সমর্থকদের। ম্যাচে ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি সুযোগ তৈরি করেছিলেন মোহনবাগান ফুটবলাররা। তবুও কাঙ্খিত গোলের দেখা পেল মোহনবাগান।

দুই প্রধানের যুবদের ডার্বি অমীমাংসিতভাবে শেষ হলেও মোহনবাগান আগেই পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল। বুধবার ম্যাচ শেষে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে নিল লাল-হলুদ ব্রিগেড-ও।

Related Articles