খেলা

মায়ামির হার দেখলেন মেসি

Miami defeat infront of Messi

The Truth of Bengal : গ্যালারিতে বসে মেসি নিজের দলের খেলা দেখলেন । তবে এ ম্যাচে জয়লাভ করতে পারেনি মেসির মায়ামি। গ্যালারিতে বসে নিজের দলের হার দেখতে হলো মেসিকে। মেসি নিশ্চিতভাবেই ভেবেছিলেন তিনি মাঠে থাকলে হয়তো জাদু হতো ।  দল হয়তো খুব সহজেই জিতে যেত। এই ম্যাচে তা আর  হয়নি। কারণ হ্যামস্ট্রিংয়ে   চোট রয়েছে মেসির।

মেক্সিকান ক্লাব মন্টেরের কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি।  হ্যামস্ট্রিং এ  চোট  থাকার কারণে তিনি এই মুহূর্তে মাঠের বাইরে। তিনটি ম্যাচ মেসি খেলতে পারেননি। যদিও কয়েকদিন আগে তিনি প্র্যাকটিস করতে নেমেছিলেন,  তখনই সমর্থকরা ভেবেছিলেন মেসি হয়তো খুব শীঘ্রই মাঠে নামবে। চোট পুরোপুরি না সারায়  মায়ামি  কর্তৃপক্ষ তাকে ছাড়াই মন্টেরের বিপক্ষে দলকে নামায়। আর সেখানেই হারতে হয় মায়ামিকে । এর আগে মেসি  একাধিকবার প্রমাণ করেছেন তিনি একাই একশো । মাঠে থাকলে বিপক্ষ টিমের স্নায়ুর চাপ বেড়ে যায়। এক্ষেত্রে তা আর হয়নি ।  মন্টেরের প্রথম গোলের পর দ্বিতীয় গোল হয় ৮৯ মিনিটে । মন্টেরের হয়ে পরবর্তী গোল করেন রদ্রিগেজ। এই  ম্যাচের পর মায়ামির  কোচ  মার্তিনো বলেছেন -মেসির পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে  । দিন দিন ভালো হচ্ছে তার পরিস্থিতি । তবে এই ম্যাচে  তাকে খেলানৈটা ঝুঁকি হয়ে যেত ।

Related Articles