খেলা

মেসির সাফল্যের মুকুটে নতুন পালক!

Miami announced the name of Messi as the Most Valuable Player or MVP

The Truth Of Bengal : লিওনেল মেসি ফুটবল ইতিহাসের চিরকালের  নক্ষত্র ।কয়েক দিন আগেই অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ের পর একের পর এক পুরস্কার জিতে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার মেসি জিতলেন আরেকটি পুরস্কার। ২০২৩ মরশুমের  ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হিসেবে মেসির নাম ঘোষণা করেছে মায়ামি। বছর‌ শেষের আগে যা উপহার স্বরূপ মেসির কাছে ।

২০২২-২৩ মরশুমের রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচিত সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল ও ২৬ অ্যাসিস্ট করেন মেসি। মায়ামির মরশুম ফেব্রুয়ারিতে শুরু হলেও মেসি পিএসজি থেকে এসে যোগ দেন জুলাইয়ে। প্রথম থেকেই মেজর লিগ সকারের ক্লাবটির হয়ে দুর্দান্ত ছিলেন মেসি। ক্লাবের হয়ে প্রথম ১৪ ম্যাচে করেছেন ১১ গোল, আরও ৮ গোলে আছে সহায়তা।  মেসির এই নৈপুণ্যে ভর করে ইন্টার মায়ামি পেয়েছে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা।

মায়ামিকে লিগস কাপের সেই শিরোপা জেতাতে টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করেন মেসি। হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে এবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। মায়ামি সমর্থকদের জন্য এ যেন দুর্দান্ত এক মুহূর্ত। আর্জেন্টাইন কিংবদন্তির এই সাফল্য উদযাপন করেছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। এ মরশুমে যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে প্রথমবার শিরোপা জেতাতে বড় অবদান রাখেন মেসি। ব্যালন ডি’অর উদযাপনের অনুষ্ঠানে এসে আরো শিরোপা জেতার আকাঙ্ক্ষার কথা শুনিয়েছেন মেসি।

 

FREE ACCESS

Related Articles