খেলা
Trending

মেসির গোলেই আত্মরক্ষা মায়ামির, গোল শোধ করলেন মেসি

Messi's Miami this time drew 1-1 against Los Angeles Galaxy

The Truth Of Bengal : মেসির উপস্থিতিতে দল হেরে যাবে এরকম খেলা সমর্থকরা অন্তত মনে করতে পারেন না। এদিন ও তাইই হয়। গোল করেন মেসি নিজে। এলএ গ্যালাক্সির বিপক্ষে মায়ামি মাঠে নেমেছিল। কিন্তু কোনমতেই গোল করে উঠতে পারছিল না মায়ামির খেলোয়াড়রা। অপরদিকে  গ্যালাক্সি তখন আরো আক্রমণাত্মক হয়ে উঠেছে। রবিবাসরীয় সন্ধ্যা মায়ামির সমর্থকদের কাছে স্পেশাল হয়ে থাকলেও মেসির গোলের জন্য জর্দি আলবা এদিন এক দুর্দান্ত পাস দেন আর সেই পাশ থেকে মেসি অসাধারণ ফিনিশিং এ গোল করেন আর সেই এক গুলেই ড্র করে মায়ামি। ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১।

এই গোলের সময় গ্যালারিতে উপস্থিত দর্শকেরা রীতিমত চিৎকার করে ওঠেন। সকলের গলায় তখন মেসির নামে চিৎকার। শীতের রাতেও উত্তেজনা আচ করলেন দর্শকেরা। মেসি থাকা মানে গোলের পর গোল, দলকে জেতানো। সেভাবেই তাকে দেখা গেল গোল করলেন দলকে জেতালেন। মেসি প্রমাণ করলেন তিনি একাই নিজের কাঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।

এর আগের ম্যাচেও মেসির দল দুরন্ত জয় পেয়েছিল। রিয়েল সল্টলেকের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি।  প্রথম থেকেই খেলার ঝাঁজ বজায় রেখেছিল সেকারণে প্রতিপক্ষ সেদিন গোল্ই করতে পারেনি। তবে মায়ামি জিতেছিল ২ গোলে। অপরাজেয় ছিল তারা। আর এই ম্যাচেও দর্শকদেরকে নিরাশ করেনি মায়ামি। একজন শোধ করার জন্য উদগ্রীব হয়ে উঠেছিল মেসিরা আর তারপরেই যখন গোল শোধ করলেন তখন মাঝমাঠে রীতিমতো উৎসবে মেতে উঠেছিলেন মেসি ও তার সতীর্থরা।

 

FREE ACCESS

Related Articles