খেলা

রেকর্ড সংখ্যক দর্শকের সামনে জয় মেসিদের

Messi wins in front of record crowd

Truth Of Bengal: শনিবার মেজর লিগ সকারে হোম ম্যাচে ইন্টার মিয়ামির বিরুদ্ধে মাঠে নেমেছিল কলম্বাস ক্রু। লোয়ার ডট কম ফিল্ড গ্রাউন্ডটি নিজেদের হোম মাঠ হিসাবেই ব্যবহার করে ইন্টারের প্রতিপক্ষ দল। কিন্তু যেহেতু এই ম্যাচে মিয়ামির জার্সি গায়ে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, তাই প্রচুর সংখ্যক দর্শক যে মাঠে ভিড় জমাবেন এটাই স্বাভাবিক। সেই কারণেই কলম্বাস ক্রুর মালিক তাঁর অন্য মাঠে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাঠটির নাম হ্যান্টিংটন ব্যাঙ্ক ফিল্ড।

নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলম্বাস ক্রুর পক্ষ থেকে জানানো হয়, মেসিদের বিপক্ষে তাঁদের ক্লাবের এই ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ৬০- হাজারের ওপর দর্শক। তবে এখনও অবধি এই মাঠে সর্বোচ্চ দর্শক উপস্থিত হয়েছিলেন আমেরিকান লিগে। সেই ম্যাচে মাঠে উপস্থিত হয়েছিলেন প্রায় ৭৩ হাজার ৭১৮ জন।

ম্যাচে মেসি-সুয়ারেজদের দল পায় নামমাত্র গোলে। প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় ইন্টার মিয়ামির হয়ে জয়সূচক গোলটি বেঞ্জামিন ক্রেমাচি। ম্যাচ জিতে ৮ ম্যাচে কাতালানদের সংগ্রহ ১৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা রয়েছে তিন নম্বর স্থানে।

এদিকে এই ম্যাচের পর ইন্টার মিয়ামি ফের মাঠে নামবে আগামী শুক্রবার। তবে সেটা লা-লিগার ম্যাচ নয়। কনকাফাফ কাপের সেমিফাইনাল ম্যাচে মিয়ামির প্রতিপক্ষ হল কানাডার ক্লাব ভ্যানকুবার।

Related Articles