খেলা

মেসি সুয়ারেজের দাপটে জয়ী মায়ামি

messi suarez help miami to win match

The Truth of Bengal : মেসি সুয়ারেজ জুটি এবার মায়ামিকে জয়ের সরণিতে নিয়ে এসে দাঁড় করালো। রেড বুলসের বিপক্ষে খেলতে নেমেছিল মায়ামি । সেখানে ৩০ মিনিটে গোল করে এগিয়ে যায় রেড বুলস । প্রথমার্ধে যদিও সেই গোল আর শোধ করে উঠতে পারেনি মায়ামি । অবশেষে ৬ গোলে জিতে যায় মেসির মায়ামি । এই ৬ গোলের মধ্যে সুয়ারেজ ৩ গোল করে হ্যাটট্রিক করেছে। মেসি করেছে ১ গোল।অপর দুটি গোল করেছে মাতিয়াস রোহাস।
ম্যাচের স্কোর দাঁড়ায় মায়ামির পক্ষে ৬-২ । এর আগে যখন রেড বুলস ও মায়ামি মুখোমুখি তখন মায়ামির কাছে হেরেছিল ৪ গোলে। তখনই মায়ামের কোচ মার্টিনো হুংকার দিয়ে রেখেছিলেন রেড বুলসকে হারানোর । এদিন মেসির টিম যেন মার্টিনোর কথা রাখলেন। হারালেন রেড বুলসকে।

প্রথমার্ধে রেড বুলস এগিয়ে গেল্ও বিরতির পরে ম্যাচের চেহারা বদলে দেন মেসিরা। মাঠে নামার পরপরই গোল করেন রোহাস । ৩ মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোলে মায়ামিকে সমতায় ফেরান তিনি । ৬২ মিনিটে মেসির পাস থেকে গোল করেন রোহাস। এরপর খেলা যেভাবে এগিয়ে যেতে থাকে তা দেখে দর্শকেরা বলছেন তা ছিল শুধুই মেসি-সুয়ারেজময়। এই ম্যাচে সুয়ারেজের হ্যাট্রিক করতে বেশি সময় লাগেনি। তিন গোল করতে তিনি সময় নেন ১৩ মিনিট। যদিও সেই গোলের নেপথ্যে মেসির অবদান রয়েছে।

 

Related Articles