খেলা

মাঠে নেমেই ১২ মিনিটে গোল মেসির

Messi scored in 12 minutes after entering the field

The Truth Of Bengal : শনিবার কলোরাডো র‌্যাপিডসের সাথে ২-২ সমতায় ইন্টার মিয়ামির হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র ১২ মিনিটে গোল করেন লিওনেল মেসি।

প্রথমার্ধের শেষের দিকে ৪৫’ মিনিটের মাথায় রাফায়েল নাভারো পেনাল্টি থেকে কলোরাডো কে এগিয়ে দেন। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ৪৬’ মিনিটে মাঠে নেমে আর্জেন্টিনা তারকার ৫৭’ মিনিটের শট প্রথমে কলোরাডোর খেলয়াড়ের পায়ে লেগে এবং পরবর্তীতে পোস্টে লেগে গোলে চলে যায়। যার মাধ্যমে মায়ামিকে লেভেলে ১-১ এ নিয়ে আসেন মেসি। প্রসঙ্গত, ১৩ মার্চ থেকে তিনি চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন। এই ম্যাচে তিনি চোট সারিয়ে ফিরে আসেন। এর সাথেই মেসি এই মরশুমে পাঁচ ম্যাচে পাঁচটি গোল করে ফেললেন।

মেসির গোলের মাত্র তিন মিনিট পরে, লিও আলফোনসোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। মায়ামি, যদিও জয়ের জন্য ব্যাবধান ধরে রাখতে পারেনি। কোল ব্যাসেট ৮৮তম মিনিটে কলোরাডোর জন্য সমতা আনেন।

Related Articles