খেলা

ফিফার বর্ষসেরার তালিকায়  রয়েছেন মেসি

FIFA award list

The Truth of Bengal: আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে গত জানুয়ারিতে ফিফা দ্য বেস্টে সেরা পুরুষ ফুটবলার মনোনিত  হয়েছিলেন লিওনেল মেসি। এরপর অনেক কিছুই হয়েছে ফুটবল বিশ্বে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। আটলান্টিক পাড়ি দিলেও মেসি আছেন এবারের ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকাতেও। ২০২২ সালটা স্বপ্নের মতো গেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। অধরা বিশ্বকাপ জয়ের পাশাপাশি ফিফার বর্ষসেরার পুরস্কারও নিজের করে নিতে ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও এখনো একের পর এক পুরস্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন মেসি। ব্যালন ডি’অরের পর এবার ২০২৩ সালের ‘ফিফা বেস্ট মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ডের জন্যও তিনি মনোনীত হয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

ফিফা দ্য বেস্টের জন্য ১২ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় আছেন হালের আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। যদিও এই তালিকায় নাম নেই পতুর্গিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের নাম।তালিকায় গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানসিটির তারকারাই বেশি জায়গা পেয়েছেন। মেসির পাশাপাশি আছেন বিশ্বকাপজয়ী আরেক আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। এবার এই পুরস্কার জয়ে মেসির মূল লড়াইটা হবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের সাথে।

কারণ, এই তিন ফুটবলারই ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন।ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য বিবচেনায় নেওয়া হয়েছে খেলোয়াড়দের ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত সময়কালের পারফরম্যান্স।বরাবরের মতো এবারও ফুটবল ভক্তরা ভোট দিতে পারবেন ফিফা দ্য বেস্টে। ফিফার ওয়েবসাইটে আগামী ৬ অক্টোবর পর্যন্ত দেওয়া যাবে ভোট।২০১৬ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরপর দু-বার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো ২০২০ থেকে সেরা তিনে জায়গা করে নিতে পারেননি। এ বার দশজনের তালিকাতেও নেই।

Related Articles