১৪ বছর পর ভারতে আসছেন মেসি, খেলবেন কেরলে
Messi is coming to India after 14 years, will play in Kerala

Truth Of Bengal: গোটা ভারত লিওনেল মেসিকে ঘরের ছেলে বলেই মনে করে। ভারত মেসির দুঃখে কাঁদে, আর্জেন্টাইন সুপারস্টারের খুশিতে আনন্দে মেতে ওঠে। মেসির জন্মদিন পালন করা হয় তাঁর ছবিতে মালা দিয়ে, কেক কেটে, খাওয়ানো হয় প্রচুর মানুষকে। মারাদোনা পরবর্তী যুগে মেসির জন্যই আমরা আর্জেন্টিনার সমর্থক। আদরের মেসি ইতিমধ্যে পা রেখেছেন তিলোত্তমা কলকাতায়। তাও সেই ১৪ বছর আগে ২০১১ সালে।
আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। মেসির প্রতি দেশের ফুটবলপ্রেমীদের ভালবাসা আরও বেড়েছে, বিশেষত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে। ফের ভারতকে উত্তাল করতে আসছেন লিও মেসি। তবে এবার বাংলায় নয়, কেরলে। এবারও মাঠ কাঁপাতেই আসছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
এদিন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান জানিয়েছেন, পরের বছর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল খেলতে আসবে কেরলে। সেই দলে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার (আফা) সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। সব খরচ বহন করবে কেরল সরকার। কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে হতে পারে প্রদর্শনী ম্যাচ। আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে। কারণ সেই স্টেডিয়াম ৬০ হাজারের কাছাকাছি দর্শক ধরে। এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্তারাও কেরলে আসবেন বলে জানা গিয়েছে। মেসির আগমন উপলক্ষে এখন থেকেই ফুটতে শুরু করেছে দক্ষিণের রাজ্যটি।