
The Truth Of Bengal: মেসির অবসরের কথা উঠলেই দুঃখে নিমজ্জিত হয় সমর্থকরা। বিভিন্ন সাক্ষাৎকারে তার অবসরের প্রসঙ্গ উঠেছে। এবার এক সাক্ষাৎকারে তিনি জানালেন এই মুহূর্তে অবসর নেবেন না তিনি। এটাই সমর্থকদের কাছে খুশির খবর।
মেসির অবসরের কথা উঠলেই চোখ ছল ছল করে ওঠে সমর্থকদের। ছত্রিশ বছর বয়সে এসেও তিনি একের পর এক ম্যাচ খেলছেন এবং দলকে জিতিয়ে চলেছেন। বিভিন্ন ক্লাবের হয়ে খেলা মেসি যে বয়সে পৌঁছে গেছেন সে বয়সে এসে খেলোয়াররা অবসরের কথা ভাবেন। সে কারণে মেসিকে সাংবাদিকরা সাক্ষাৎকার নেওয়ার সময় অবসরের কথা জিজ্ঞাসা করেন। এবার অবসর নিয়ে তিনি নতুন কথা বললেন। তিনি মাঠে নামেন শুধু যে দলকে জেতানোর জন্য তা নয় , খেলাটাকে বেশ উপভোগ করেন মেসি। সেই খেলার বেশিরভাগ ম্যাচেই জিতেছে তার দল । এবার তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, যখন তার মনে হবে যে খেলাটা আর উপভোগ করতে পারছেন না বা অধৈর্য লাগছে সেই মুহূর্তে তিনি অবসরের কথা ভাববেন । তবে এই মুহূর্তে সে সবকিছু তার মনে হচ্ছে না ফলত তিনি খেলা চালিয়ে যাবেন। যখন তিনি মনে করবেন সতীর্থদের সাহায্য করতে পারছেন না সেই মুহূর্তে তিনি সরে দাঁড়াবেন ফুটবল জগত থেকে। মেসি উল্লেখ করে জানিয়েছেন তিনি ভীষণ আত্মসমালোচক তাই তিনি বোঝেন কখন ভালো খেলছেন কখন খারাপ খেলছেন।
[ আরও পড়ুন ঃ
একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?
]
এই মুহূর্তে তিনি মায়ামির হয়ে খেলে চলেছেন এবং মেসি মাঠে নামা মানেই গোলের পর গোল দলকে জেতানো । বিশ্বকাপ জয়ী ফুটবলার ফুটবলকে খুব ভালোবাসেন। সে কারণে তিনি চান খেলা চালিয়ে যেতে। গোটা বিশ্বজুড়ে মেসির অসংখ্য ভক্ত রয়েছে মেসি যেদিন অবসর নেবেন তারা খুব হতাশ হয়ে পড়বেন । তবে সমর্থকেরা যাতে হতাশ না হন সেই প্রচেষ্টায় চালিয়ে যাবেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।